Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ , ১০ মাঘ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৬-০৪-২০১৯

১১৩১ ঈদগাহে ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে

১১৩১ ঈদগাহে ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে

নাটোর, ০৪ জুন- নাটোরের ৭ উপজেলায় এক হাজার ১৩১টি ঈদগাহে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় সকল ঈদগাহে নামাজের প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। নাটোর সদর উপজেলায় ৯৭টি, নলডাঙ্গায় ৮৯টি, সিংড়ায় ২৫১টি, গুরুদাসপুরে ১১৩টি, বড়াইগ্রামে ১৫৬টি, বাগাতিপাড়ায় ২১২টি ও লালপুরে ২১৩টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুষ্ঠুভাবে ঈদের নামাজ সম্পন্নের জন্য প্রতিটি ঈদগাহে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটি শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (কাচারী মাঠ) আলাইপুর জামে মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমানের ইমামতিত্বে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এক ঘন্টা পর একই মাঠে কান্দিভিটা জামে মসজিদের ইমাম হাফেজ গোলাম মোস্তফার ইমামতিত্বে দ্বিতীয় এবং শেষ জামাত অনুষ্ঠিত হবে। প্রতিকূল আবহাওয়াজনিত কারণে ঈদগাহ মাঠে ঈদের জামাত সম্ভব না হলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকাস্থ কেন্দ্রীয় জামে মসজিদে মাওলানা মনিরুজ্জামানের ইমামতিত্বে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া, শহরের মল্লিকহাটি পুরাতন ঈদগাহ মাঠ, নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারী কলেজ মাঠ, বুড়াদরগাহ মসজিদ মাঠ, ফুলবাগান হেলিপ্যাড মাঠ, বঙ্গজ্জ্বল রাজবাড়ী চত্বরে বড় জামাত অনুষ্ঠিত হবে।

নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, জেলায় ঈদ জামায়াতকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যার ফলশ্রুতিতে নাটোরবাসী শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব উৎযাপন করতে পারবে।

সূত্র: বিডি২৪লাইভ
আর এস/  ০৪ জুন

নাটোর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে