Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০ , ২০ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-০২-২০১৯

অবশেষে জামিন পেলেন ৬৩ মামলার ভুল আসামি

অবশেষে জামিন পেলেন ৬৩ মামলার ভুল আসামি

সিলেট, ০৩ জুন- সিলেটের ৬৩ মামলার ভুল আসামি ব্যাংকার আবদুর রাজ্জাক অবশেষে জামিনে মুক্তি পেলেন। শনিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

শিবির নেতা আবদুর রাজ্জাকের নামে দায়ের করা মামলায় ছয় মাসের বেশি সময় কারাগারে ছিলেন ব্যাংকার রাজ্জাক। গত ডিসেম্বরে গ্রেপ্তারের পর শিবির নেতার নামে দায়ের করা মামলায় ব্যাংকার রাজ্জাককে জড়ানো হয়।

কোনো অপরাধ না করেও শুধু নামের মিল থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। অথচ শিবির নেতা রাজ্জাক বিদেশে পলাতক।

এ বিষয়ে জানতে চাইলে আবদুর রাজ্জাক রোববার রাতে বলেন, আমি কখনোই কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। কিন্তু আমাকে ফাঁসানো হয়েছে।

এর সঙ্গে কারা জড়িত আমি কিছুই জানি না। জামিনে মুক্ত হওয়ার পর এখন আমি আতঙ্কে আছি। আর জামিনে মুক্ত হওয়া তো আর স্থায়ী কোনো সমাধান না। আমি চাই এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে আমাকে যেন মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ১২টায় ইসলামী ব্যাংকের হবিগঞ্জের নবীগঞ্জ শাখা থেকে গ্রেপ্তার করা হয় ব্যাংকার আবদুর রাজ্জাককে। তাকে গ্রেপ্তার করা হয় সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি পরিচয়ে।

গ্রেপ্তারের সময় বলা হয় তার নামে ৩৭টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে রাজ্জাকের পরিবার, গ্রামবাসী এবং সহপাঠীরা জানান, ব্যাংকার রাজ্জাক একজন নিরীহ প্রকৃতির লোক।

তিনি কখনোই শিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কারা কী কারণে তাকে ফাঁসিয়েছে তার পরিবার এখনও বিষয়টি জানে না।

আর/০৮:১৪/০৩ জুন

সিলেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে