Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ , ৩ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-০২-২০১৯

এ কে খন্দকারের সেই বই বাজার থেকে প্রত্যাহার করলো ‘প্রথমা’

এ কে খন্দকারের সেই বই বাজার থেকে প্রত্যাহার করলো ‘প্রথমা’

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের লেখা বিতর্কিত ‘১৯৭১ :ভেতরে বাইরে’ বইটি বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে প্রকাশনা সংস্থা প্রথমা প্রকাশন। রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাফর আহমদ রাশেদ স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়, প্রথমা প্রকাশনা প্রকাশিত ‘১৯৭১ :ভেতরে বাইরে’ বইটি নিয়ে এর লেখক এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, বীরউত্তম সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন এবং গত শনিবার সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, এ বইয়ের একটি অনুচ্ছেদে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্পর্কে তিনি একটি ভুল তথ্য পরিবেশন করেছেন। সে ভুল তথ্যসহ পুরো অনুচ্ছেদটি তিনি বইটি থেকে প্রত্যাহার করে নিতে চান। তার বইয়ের যে কোনো অংশ গ্রহণ-বর্জন-পরিমার্জনের পূর্ণঅধিকার তার আছে। লেখকের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বইটি বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছি।

জানা যায়, ২০১৪ সালের আগস্টের শেষ সপ্তাহে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয় এ কে খন্দকারের ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটি। যার ৩২ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছিলেন- বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ শেষ করেন 'জয় পাকিস্তান' বলে। এরপর থেকেই এ নিয়ে বিতর্ক উঠতে থাকে চারপাশে। সেই বিতর্কের মধ্যেই দ্রুত বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ পায়। যাতে তিনি লেখেন- বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ শেষ করেন ‘জয় বাংলা, জয় পাকিস্তান’ বলে। এ নিয়ে বিতর্কের জেরে তিনি সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেন।

সবশেষ বইটি প্রকাশের প্রায় পাঁচ বছর পর গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে এ কে খন্দকার ওই লেখার জন্য জাতির কাছে ক্ষমা চান এবং অনুচ্ছেদটি প্রত্যাহারের ঘোষণা দেন।

আর/০৮:১৪/০২ জুন

সাহিত্য সংবাদ

আরও সাহিত্য সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে