Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ , ২৮ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 2.8/5 (32 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-১৩-২০১৩

রায়পুরের মেঘনায় জেলেদের দু’পক্ষের সংঘর্ষে আহত-১৫


	রায়পুরের মেঘনায় জেলেদের দু’পক্ষের সংঘর্ষে আহত-১৫
রায়পুর(লক্ষ্মীপুর), ০৯সেপ্টেম্বর-: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নতুন কানিবগারচর এলাকার মেঘনা নদীতে রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জেলে আহত হয়েছে।
আহতরা হলেন, নজির, কামাল হোসেন, জমির তফাদার, মোস্তফা রাঢ়ী, হনুজান আলী, মিলন মাজি, আব্বাস, আবদুল¬াহ মাল, সবুজ ও মোবারক উল্যাহসহ ১৫ জন।
 স্থানীরা আহতদের উদ্ধার করে উপজেলার হায়দেরগঞ্জ, লক্ষীপুর সদর ও বরিশালের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে ।
দক্ষিণ চরবংশী গ্রামের স্থানীয় জেলেরা জানান, নদীতে বিকেলে ইলিশ মাছ ধরার জন্য চরকাছিয়া গ্রামের নজির ট্রলার নিয়ে জাল ফেলে আসে। সন্ধ্যায় তিনি জাল তুলতে গিয়ে শুনতে পান ওই স্থানে বরিশালের শশীগঞ্জের মোক্তার মাঝির লোকজনও জাল ফেলেছে। এতে ক্ষুব্ধ হয়ে নজির ১০-১২ জেলেকে নিয়ে নদীতে ট্রলারে অবস্থান নেয়। পরে মোক্তার মাঝির লোকজন জাল তুলতে আসলে নজিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে ১৫ জেলে আহত হয়।
রায়পুর খাসেরহাট মৎস্য সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোস্তা বেপারী বলেন, বরিশাল অঞ্চলের কিছু অসাধু জেলেরা প্রায় সমায় নদীতে আমাদের জেলেরা মাছ ধরতে গেলে গায়ে পড়ে সংঘর্ষে জড়ায়।
এ ব্যাপারে হাজিমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 

লক্ষীপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে