Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২৬ জুন, ২০১৯ , ১২ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-২৬-২০১৯

গণমাধ্যম এড়িয়ে চলতে নির্বাচিতদের মোদির নির্দেশ

গণমাধ্যম এড়িয়ে চলতে নির্বাচিতদের মোদির নির্দেশ

নয়াদিল্লি, ২৬ মে- প্রথম দিনেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের নতুন সাংসদদের মুখে কুলুপ আঁটার নির্দেশ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

নাথুরাম গডসে সমালোচনার বিষয় মাথায় রেখে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু নেতা বিতর্কিত মন্তব্যের জন্য সব সময় খবরে থাকেন। তাদের সতর্ক থাকতে হবে। মিডিয়ার লোকেরাও জানে, ছ’জন এমন নমুনা রয়েছে, যাদের সামনে পৌঁছে গেলে কিছু না কিছু বলবেই।’

লালকৃষ্ণ আডবানীকে উদ্ধৃত করে মোদি বলেন, ‘দিখাস-ছপাস’-এর লোভ থেকে বাঁচতে হবে। অর্থাৎ টিভিতে দেখানো বা পত্রিকায় ছবি ছাপানোর লোভ করলে চলবে না। 

মোদির সাবধানবাণী— সংবাদমাধ্যম নানা রকম বিষয়ে বক্তব্যের জন্য অনুরোধ করবে। সব তথ্য যাচাই করে তবেই মন্তব্য করবেন। ‘অফ দ্য রেকর্ড’ আলাপচারিতা বলে কিছু হয় না। কার পকেটে কী যন্ত্র রয়েছে, কেউ জানে না।

এমএ/ ০৩:০০/ ২৬ মে

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে