Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ , ১ পৌষ ১৪২৬

গড় রেটিং: 2.8/5 (13 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-২৫-২০১৯

জাতীয় কবির ১২০তম জন্মবার্ষিকী পালিত

জাতীয় কবির ১২০তম জন্মবার্ষিকী পালিত

ঢাকা, ২৬ মে- শনিবার(২৫ মে) দেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

ঔপনিবেশিক শাসনের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কলমের সংগ্রাম চালিয়ে বিদ্রোহী কবির খেতাব পাওয়া নজরুল ১৮৯৯ সালের ২৫ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

দিনটি উদযাপনে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।

এ বছর জন্মবার্ষিকীর মূল প্রতিপাদ্য- ‘নজরুল-চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

রাজধানী ঢাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের উদ্যোগে ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার দৌলতপুর ও চট্টগ্রামে কবির জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশে বাংলাদেশ দূতবাসগুলোও দিনটি পালন করে।

দিবসটি উদযাপনে নজরুল ইনস্টিটিউট এবং শিল্পকলা একাডেমি কর্মসূচি গ্রহণ করে।

সকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নজরুলের জীবন ও সাহিত্য নিয়ে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। সেই সাথে টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।

এমএ/ ০৪:০০/ ২৬ মে

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে