Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ , ৩ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 1.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-২৪-২০১৯

নখ সুন্দর হবে ঘরোয়া উপায়েই

নখ সুন্দর হবে ঘরোয়া উপায়েই

সামনেই আসছে ঈদ। উৎসবের দিনগুলোতে নিজেকে সুন্দর দেখাতে চান সবাই-ই। চেহারার পাশাপাশি হাত-পায়ের সৌন্দর্য বৃদ্ধিতেও মনোযোগী আজকের তরুণীরা। আর সেজন্য বিউটি পার্লারে দৌড়ানোর কোনো দরকার নেই। 

রূপবিশেষজ্ঞদের মতে, ম্যানিকিওর করার প্রয়োজন অবশ্যই আছে। প্রত্যেকেরই উচিত মাসে অন্তত একবার ম্যানিকিওর করা। ঘরে বসেও পেতে পারেন ঝকঝকে সুন্দর নখ। নেলপালিশ না পরেও হাত দেখাতে পারে সুন্দর।

ঘরোয়া উপায়ে নখে আনুন উজ্জ্বলতা:
১. লেবুর রস ও বেসনের মিশ্রণ তৈরি করুন একটি পাত্রে। এবার সেই মিশ্রণ নখের উপর বেশ কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। নখ সুন্দর থাকবে।

২. আমরা মুখে ও হাতে ময়শ্চারাইজার লাগাই। তেমনই মসৃণ ও উজ্জ্বল নখ পেতে শীত হোক বা গ্রীষ্ম, নিয়ম করে ময়শ্চারাইজার লাগান।

৩. নিয়মিত একটি ব্রাশ দিয়ে নখ ঘষে পরিষ্কার করুন।

৪. যারা নিয়মিত নেলপালিশ ব্যবহার করেন, তাদের নখে ছোপ পড়ে যায়। তাই যখনই নেল পলিশ পরবেন, নখে বেস কোট লাগিয়ে নিন। এতে নখের ক্ষতি হবে না।

৫. এ ছাড়া বাড়িতে ম্যানিকিওর সেট কিনে ম্যানিকিওর করতে পারেন। নেল হোয়াইটনারও ব্যবহার করতে পারেন।

এমএ/ ০৫:৩৩/ ২৪ মে

রূপচর্চা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে