Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১০ জুলাই, ২০২০ , ২৬ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (33 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-১৩-২০১৩

প্রধানমন্ত্রী’র কল্যাণ তহবিলের টাকা পেলেন সাংবাদিক সামাদুলের স্ত্রী


	প্রধানমন্ত্রী’র কল্যাণ তহবিলের টাকা পেলেন সাংবাদিক সামাদুলের স্ত্রী
মেহেরপুর, ১৩ সেপ্টেম্বর- অসচ্ছল সাংবাদিকদের সহযোগীতা কর্মসূচীর আওতায় প্রধানমন্ত্রী’র কল্যাণ তহবিলের বরাদ্দকৃত অনুদানের টাকা পেলেন প্রয়াত সাংবাদিক মেহেরপুর প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি সামাদুল ইসলামের স্ত্রী। ০৫ আগস্ট সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের অফিস কক্ষে অনুদানের ৫০ হাজার টাকার চেক সামাদুলের স্ত্রী’র হাতে তুলে দেন মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন।
চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ আশকার আলী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সাংবাদিক সামাদুলের স্ত্রী রেহেনা বেগম মুঠোফোনে মেহেরপুর নিউজকে বলেন,অনুদানের টাকা পেয়ে আমি খুশি। টাকা আমার ছেলেমেয়ের লেখাপড়ার কাজে ব্যয় করবো। তিনি প্রধানমন্ত্রী ও মেহেরপুরের জেলা প্রশাসক এবং টাকা পাওয়ার বিষয়ে সবচেয়ে সহযোগীতাকারী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য,২০১০ সালের ০৩ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাংবাদিক সামাদুল ইসলাম।

মেহেরপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে