Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ , ২৯ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-২২-২০১৯

সিটি কর্পোরেশনগুলোর অর্গানোগ্রাম সংশোধনের দাবি আইভীর

সিটি কর্পোরেশনগুলোর অর্গানোগ্রাম সংশোধনের দাবি আইভীর

নারায়ণগঞ্জ, ২২ মে- দেশের সিটি কর্পোরেশনগুলোর জনবল কাঠামো বা অর্গানোগ্রাম সংশোধনের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বর্তমান জনবল কাঠামোয় নিয়োগ ও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বের বিধান নিয়ে আপত্তি তুলে তিনি এ দাবি জানান।

বুধবার (২২ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নিয়ে তিনি এই দাবি তুলে ধরেন।

জানা গেছে, ঢাকায় দুই সিটি কর্পোরেশন হওয়ার পরও এর জনবল কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। জনসংখ্যা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেয়ার কথা না থাকায় জনবল কাঠামো পরিবর্তনের জন্য বলেন তিনি।

তবে সংসদীয় কমিটি জানায়, এটি অর্থ মন্ত্রণালয়ের কাজ।

বৈঠক শেষে কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, সেলিনা হায়াৎ আইভী অর্গানোগ্রামের প্রসঙ্গ তুললেও আমরা বলেছি- এটা অর্থ মন্ত্রণালয়ের কাজ। এজন্য কমিটির বৈঠক থেকে কোনো সুপারিশ করা হয়নি।

কমিটির সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, বৈঠকে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসার সক্ষমতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর জন্য পুকুর/খাল/জলাশয় পুনঃখননের সুপারিশ করা হয়।

তিনি বলেন, কমিটি আগামী বর্ষা মৌসুম আসার আগেই জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করে। ঢাকা সিটি এলাকায় বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা যাতে দ্রুত সময়ে অপসারণ করা যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।

জানা গেছে, বৈঠকে দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে ট্যাক্স বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান ট্যাক্স ব্যবস্থা সংস্কারের সুপারিশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. মসিউর রহমান রাঙ্গা, শেখ আফিল উদ্দিন, বেগম রেবেকা মমিন, রাজী মোহাম্মদ ফখরুল, মো. শাহে আলম, মো. ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মুর্শেদী। আইভী ছাড়াও এতে বিশেষ আমন্ত্রণে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/২২ মে

নারায়নগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে