Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১৩ জুলাই, ২০২০ , ২৮ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-২০-২০১৯

শরিকদের নিয়ে বৈঠকে বসছে বিজেপি 

শরিকদের নিয়ে বৈঠকে বসছে বিজেপি 

নয়াদিল্লি, ২০ মে- সমস্ত এক্সিট পোলই কার্যত গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে দেশজুড়ে। তাই বিরোধীদের রাতের ঘুমও একপ্রকার উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের ঘর গোছাতে শুরু করে দিল বিজেপি।

মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে শরিকদের নিয়ে বৈঠকে বসছে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেইসঙ্গে থাকছে নৈশভোজের এলাহি আয়োজন। 

শুধু শরিকরাই নন, বৈঠকে উপস্থিত থাকবেন বিদায়ী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরাও। বিভিন্ন জনমত সমীক্ষা বলছে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট এবার ৩০০-রও বেশি আসন ধরে রাখতে সক্ষম হবে। আর তারপরই শরিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরও জোর দিচ্ছেন অমিত শাহরা। 

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সমস্ত বিরোধীরাই এই এক্সিট পোলকে ভুল বলে দাবি করেছে। কংগ্রেসের পক্ষ থেকে মুখ খুলেছেন শশী থারুর। ট্যুইট করে অস্ট্রেলিয়ার নির্বাচনে বুথ ফেরত সমীক্ষার ভুল প্রমাণিত হওয়ার উদাহরণ তুলে ধরেছেন তিনি। 

এদিকে আজই চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সূত্র: এই সময়

এমএ/ ০৪:২২/ ২০ মে

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে