Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ , ১ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৫-২০-২০১৯

গুরুতর অসুস্থ কবি হেলাল হাফিজ

গুরুতর অসুস্থ কবি হেলাল হাফিজ

ঢাকা, ২০ মে- নিঃসঙ্গ-নির্মোহ কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন । সোমবার (২০ মে) চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে জানা গেছে।

জানা যায়, সপ্তাহখানেক আগে কবি হাফিজের জ্বর হয়। শুক্রবার রাতে অবস্থা খারাপ হলে কবির প্রিয়জন কবি-সাংবাদিক মাহমুদ হাফিজ, কবি-সাংবাদিক আবদুল মান্নান শনিবার (১৮ মে) তাঁকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। আকস্মিক হাসপাতালে ভর্তির ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত না থাকায় শেষমেশ তাকে ভর্তি করানো যায়নি।

চিরকুমার হেলাল হাফিজ তোপখানার একটি হোটেলে নিঃসঙ্গ থাকেন। জাতীয় প্রেসক্লাবের ক্যান্টিনে খাওয়া দাওয়া করেন এবং বেশিরভাগ সময় জাতীয় প্রেসক্লাবে সময় কাটান। দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, চোখের গ্লুকোমা, শ্বাসকষ্ট এবং নিউরোলজির সমস্যায় ভুগছেন তিনি।

নিঃসঙ্গ-নির্মোহ কবি নিজের চিকিৎসার ব্যাপারে বরাবরই উদাসীন। ইতোপূর্বে বারবার চেষ্টা করেও তাঁকে হাসপাতালে ভর্তি করা যায়নি। এবার শারীরিক অবস্থা খারাপ হওয়াতে তিনি হাসপাতালে ভর্তি হবার ব্যাপারে মত দিয়েছেন।

রোববার (১৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, কবি হাসান হাফিজ, সাংবাদিক আবদুল মান্নান প্রমুখ ভর্তির ব্যাপারে কবির সঙ্গে আলাপ আলোচনা করেছেন।

সাংবাদিক আবদুল মান্নান জানিয়েছেন, কবিকে সোমবার হাসপাতালে নেয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, কবি হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর, নেত্রকোনায়। কবির বাবার নাম খোরশেদ আলী তালুকদার, মা কোকিলা বেগম। ১৯৬৫ সালে নেত্রকোনা দত্ত হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৬৭ সালে নেত্রকোনা কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময় ১৯৭২ সালে দৈনিক পূর্বদেশ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন হেলাল হাফিজ। ১৯৭৫ সাল পর্যন্ত এই পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালের শেষ দিকে দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগ দেন। সর্বশেষ দৈনিক যুগান্তর পত্রিকায় কর্মরত ছিলেন তিনি।

সূত্র: পূর্বপশ্চিম
আর এস/ ২০ মে

সাহিত্য

আরও লেখা

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে