Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২১ আগস্ট, ২০১৯ , ৬ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৫-১৬-২০১৯

স্ত্রীর তাড়া খেয়েই বিশ্বকাপে মিঠুন!

স্ত্রীর তাড়া খেয়েই বিশ্বকাপে মিঠুন!

মোহাম্মদ মিঠুন। প্রথম জীবনে কিছুটা অগোছালো ছিলেন। কিন্তু পরিবর্তনটা আসে বিয়ের পর। মোহাম্মদ মিঠুনকে তাঁর স্ত্রী নিগার সুলতানা পিতৃত্বের অনন্য স্বাদই উপহার দেননি শুধু, পেশাদার জীবনে সফল হওয়ার পথও খুঁজে দিয়েছেন। অনিয়মে অভ্যস্ত হয়ে উঠতে থাকা ক্রিকেটারকে দিয়ে গেছেন নিয়মনিষ্ঠ হওয়ার তাড়াও। যে তাড়া না খেলে আজ বিশ্বকাপ দলে থাকতেন কি না, তা নিয়ে তাঁর নিজেরই সন্দেহ!

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই জানান এ ক্রিকেটার। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের অকপট স্বীকারোক্তি, ‘ক্রিকেটটাকে আমার সিরিয়াসলি নেওয়ার শুরু আসলে বিয়ের পরেই। এতে আমার স্ত্রীর অনেক অবদান। ওর অনুপ্রেরণা আমার অনেক কাজে দিয়েছে। ওর কিছু কথাই আমার ক্যারিয়ার বদলে দিয়েছে। ওর কথায়ই আমার কাজের গতি বেড়েছে। ঠিকঠাকমতো কাজ করা এবং নিয়মিত কঠোর পরিশ্রম করার অভ্যাসও হয়েছে।’

এর আগে বড্ড আলসেমিতে একেকটি দিন পার করে আসছিলেন বলেও জানান মোহাম্মদ মিঠুন।

সূত্র: বিডি২৪লাইভ
আর এস/ ১৬ মে

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে