Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ , ৩ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-১৫-২০১৯

সেলফোনে সেবাগ্রহীতারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা নিতে পারবেন: পররাষ্ট্রমন্ত্রী

সেলফোনে সেবাগ্রহীতারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা নিতে পারবেন: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৫ মে- পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সেলফোনের মাধ্যমে সেবাগ্রহীতারা সার্টিফিকেট সত্যায়িতসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ও ইচ্ছা থাকার কারণে ডিজিটাল বাংলদেশ প্রতিষ্ঠার পাশাপাশি এ ধরনের সেবা পাওয়া সম্ভব হচ্ছে।’

মঙ্গলবার (১৪ মে)  রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ডিজিটাল জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘২০০৯ সালে প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছিলেন ডিজিটাল বাংলাদেশের। আমাদের দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হবে। তখন অনেকে অসম্ভব ভাবলেও আজকে তা অর্জনের পথে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তোমরা যদি ডিজিটাল দেখতে চাও বাংলাদেশে যাও। এগুলো আমাদের গর্ব।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্টাটিস্টিকস (সিআরভিএস) বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের বাধ্যবাধকতা আছে। ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে শতকরা ১০০ ভাগ নিবন্ধন করার জন্য আমরা জাতিসংঘের কাছে অঙ্গীকারাবদ্ধ। এ সময়ের আগেই আমরা এ লক্ষ্য অর্জন করব বলে আমি বিশ্বাস করি।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিলুফার আহমেদ, ব্যানবেইসের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, জন্ম নিবন্ধন কার্যালয়ের রেজিস্টার জেনারেল মানিক লাল বণিক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল হক এবং এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।

সূত্র: বাসস

আর/০৮:১৪/১৫ মে

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে