Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ , ১ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-১৪-২০১৯

নরওয়েতে বেড়ে চলেছে মুসলিম জনসংখ্যা

নরওয়েতে বেড়ে চলেছে মুসলিম জনসংখ্যা

অসলো, ১৪ মে- উত্তর ইউরোপের নিশীথ সূর্যের দেশ হিসেবে বিখ্যাত ‘নরওয়ে’। দেশটিতে সম্প্রতি মুসলিমদের সংখ্যা বেড়ে চলেছে। অসলো ইউনিভার্সিটির সংস্কৃতি গবেষণা বিভাগ ও ওরিয়েন্টাল ভাষা বিভাগের গবেষণায় এ তথ্য ওঠে এসেছে। গত বছর নরওয়েতে মুসলিমের সংখ্যা বেড়েছে প্রায় ৩ হাজার।

নরওয়ের শীর্ষস্থানীয় পত্রিকা ভার্ডেন্স গ্যাংয়ের তথ্য মতে ১৯৯০ সাল থেকে নরওয়ে মানুষ ইসলাম গ্রহণের প্রতি ঝুঁকতে থাকে। সেসময় দেশটিতে বছরে প্রায় ৫০০ মানুষ ইসলাম গ্রহণ করতো। বর্তমানে তা ৩ হাজারে গিয়ে পৌছেছে।

নরওয়ের বসবাসরত মুসলিমরা দেশটির নারীদের বিয়ে করার আগে তাদেরকে ধর্মান্তরিত করে। পুরুষদের বিয়ের মাধ্যমে ধর্মান্তরিত হওয়ার এ পদ্ধতিটি ব্যাপকভাবে চালু রয়েছে।

তাছাড়া ইসলাম সম্পর্কে গবেষণা ও পড়াশোনা করেও অনেকে ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। ফলে নরওয়েতে দিন দিন মুসলিমের সংখ্যার বেড়ে চলেছে।

ইসলাম ধর্ম গ্রহণকারী নারী মনিকা সালমৌক বলেন, ‘৪ বছর আগে ইসলাম সম্পর্কে বই পড়ি, ইসলাম সম্পর্কে জেনে শুনেই মুসলিম হয়েছি।

৪২ বছর বযসী নারী সলভা নাবিলা জানান, ‘ইসলামের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়েই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সূত্র: বিডিভিউ২৪
এমএ/ ০৭:৩৩/ ১৪ মে

ইসলাম

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে