Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১৩ জুলাই, ২০২০ , ২৮ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-১৪-২০১৯

চ্যাম্পিয়ন্স লীগে নিষিদ্ধ হচ্ছে ম্যানসিটি!

চ্যাম্পিয়ন্স লীগে নিষিদ্ধ হচ্ছে ম্যানসিটি!

চ্যাম্পিয়ন্স লীগ থেকে নিষিদ্ধ হতে পারে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। অর্থ জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে আগামী দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লীগে অংশ নিতে পারবে না সিটিজেনরা।

সিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ২০১৫ সালে তারা ক্লাবের মালিকদের থেকে সরাসরি ৬০ মিলিয়ন পাউন্ড নিয়েছিল। কিন্তু কাগজে কলমে সেটাকে দেখানো হয় স্পন্সরশিপ হিসেবে। এছাড়া গত বছর রিয়াদ মাহরেজের ৬০ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিয়ের উৎস নিয়েও উঠেছে প্রশ্ন। শুধু তাই নয়, ২০১৪ সালে এফএফপি এর নিয়ম ভেঙে প্রায় ১৮৮ মিলিয়ন ইউরো বেশি খরচ করেছিল বলেও নিউইয়র্ক টাইমস ম্যাগাজিনে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে।

ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং কমিটির প্রধান ইউভেস লরেন্তে জার্মান পত্রিকা ডের স্পাইগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, 'যা লেখা হয়েছে সেটা যদি তদন্তে সত্যি প্রমাণিত হয়, তাহলে সেটা বড় বিপদ আনতে পারে সিটির জন্য। চ্যাম্পিয়নস লিগ থেকেও তারা বাদ পড়তে পারে।'

এমএ/ ০৫:০০/ ১৪ মে

ফুটবল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে