Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২৬ জুন, ২০১৯ , ১২ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৫-১৪-২০১৯

ভাষণ দিতে দিতে বিকল কণ্ঠনালী, বিপাকে সিধু

ভাষণ দিতে দিতে বিকল কণ্ঠনালী, বিপাকে সিধু

কলকাতা, ১৪ মে- ২৮টি দিনে ৮০টি জনসভা করেছেন৷ অর্থাৎ প্রতিদিন গড়ে আড়াইটি সভাতে গিয়েছেন৷ ছুটে গিয়েছেন দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে৷ তিনি নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধী নন৷ কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু৷ তবে এই নিরন্তর বকতে বকতে তাঁর কণ্ঠনালী অচল হয়ে পড়েছে ৷ চিকিৎসকরা এখন কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন৷ ফলে শেষ দফার ভোটের আগে প্রচারে সিধুকে পাওয়া যাবে না৷ হতাশ উদ্যোক্তরা৷ মন খারাপ সিধুরও৷

রাহুল গান্ধীকে বাদ দিলে দলের মধ্যে জনসভায় ভাষণ দিতে নিয়ে যাওয়ার জন্য নভজ্যোত সিং সিধুর ‘চাহিদা’ সবার উপরে৷ জনসভার সংখ্যাই সেই কথা বলছে৷ এমনকীতেও কথার জাদুতে তাঁর তুলনা নেই৷ বিভিন্ন টক শো’তে সেই ছাপ রেখে গিয়েছেন৷ তাই নির্বাচনের সময় জনসভায় ভাষণের ‘আবদার’ নিয়ে সিধুর অফিসের সামনে উদ্যোক্তাদের লম্বা লাইন পরে যায়৷ আর এবার তো লোকসভা মহারণ বলে কথা৷ তাই বলে ২৮ দিনে ৮০টি জনসভা?

এত জনসভা করার পর যা হওয়া স্বাভাবিক সেটাই হয়েছে সিধুর সঙ্গে৷ তার কণ্ঠনালী মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অবস্থা এমন যে গলা থেকে রক্তক্ষরণ হয়েছে৷ কথা পর্যন্ত বলতে পারছেন না৷ চিকিৎসার জন্য রবিবার সকালে চন্ডীগড় চলে যান৷ প্রচুর ওষুধ ও অ্যান্টি ইনফ্লেমেটোরি ইনজেকশন নিতে হচ্ছে৷ কংগ্রেস নেতার ঘনিষ্ঠ অনুগামী জানিয়েছেন, সিধু তাড়াতাড়ি সুস্থ হতে চান৷ সেই জন্য ব্যথা বেদনা সহ্য করে ফের ভোটের ময়দানে ভাষণ দেওয়ার জন্য উৎসুক হয়ে আছেন৷

এখন ডাক্তারের পরামর্শে দু’রকমের চিকিৎসা চলছে৷ গলার উপর একটি মলম লাগাতে হচ্ছে৷ সেই কারণে চারদিন কথা বলা বারণ৷ এছাড়া চলছে কড়া মাত্রার স্টেরয়েড ওষুধ ও ইনজেকশন৷ আগামী ৪৮ ঘণ্টা সিধুকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে৷ তবে কংগ্রেস নেতার অফিস থেকে জানানো হয়েছে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন৷ আশা করা যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন৷ আবার তাঁকে প্রচারে দেখা যাবে৷

সিধুর এমন অবস্থা আগেও হয়েছে৷ গত বছর ডিসেম্বর মাসে ১৭ দিনে ৭০টি জনসভা করে তাক লাগিয়ে দিয়েছিলেন৷ সেবারও গলার স্বর ভেঙে যায়৷ এই একই অবস্থা হয়৷ ডাক্তারদের ধমক খেয়ে এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে কাটান সিধু৷

এমএ/ ০৩:৪৪/ ১৪ ম

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে