Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ , ৭ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-০৯-২০১৯

মৃত্যু সম্পর্কে বিস্ময়কর ৯ তথ্য!

মৃত্যু সম্পর্কে বিস্ময়কর ৯ তথ্য!

প্রাণ যার আছে মৃত্যু তার নিশ্চিত। মৃত্যুর থেকে অনিবার্য সত্য আর কিছুই হয় না। আমরা মৃত্যুকে নিয়ে অনেক ধরণের ব্যাখ্যা শুনে থাকি। কেউ কেউ আবার মৃত্যুকে ঘিরে রচনা করে রোম্যান্স। কেউ বা মৃত্যুকে একটা ভয়ের ব্যাপার বলেই ধরে নেই। আর এসবের ঊর্ধ্বে মৃত্যুর প্রসঙ্গ উঠলে কেমন একটা বিভ্রান্ত চোখে তাকান অনেকেই।

আজকের এই প্রতিবেদনে মৃত্যু সম্পর্কে এমন কিছু সন্ধান দেয়া হল-

১. পৃথিবীতে হৃদরোগেই বেশিরভাগ মানুষ মারা যান।

২. কম বয়সী পুরুষদের অধিকাংশই মারা যান দুর্ঘটনায়।

৩. অল্পবয়সী মহিলাদের অধিকাংশই মারা যান সন্তান প্রসব করতে গিয়ে।

৪. প্রতি সেকেণ্ডে যত জন শিশু জন্ম নেয়, তার দ্বিগুণেরও বেশি মানুষ মারা যায়।

৫. মৃত্যুর চার ঘণ্টা পরে দেহের পেশিগুলিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে সংকোচন ঘটে। দেহ শক্ত হতে আরম্ভ করে। একে ‘রিগর মর্টিস’ বলে। কিন্তু ৩৬ ঘণ্টা পরে রিগর মর্টিস উধাও হতে শুরু করে।

৬. মৃত্যুর পরে অগ্ন্যাশয় ও পাচনতন্ত্রের অন্যান্য অংশ হজমের সহায়ক এনজাইমে পূর্ণ হয়ে যায়। এতে ওই অঙ্গগুলিই ‘হজম’ হয়ে যেতে শুরু করে। তার পরে পুরো দেহতেই এই প্রক্রিয়া ছড়িয়ে পড়ে। এর নাম ‘অটোলাইসিস’।

৭. মৃত্যুর পরে নখের বৃদ্ধি ঘটে না।

৮. ফরেনসিক বিশেষজ্ঞরা মৃতদেহে লেগে থাকা পোকার চরিত্র দেখে মোটামুটিভাবে বলতে পারেন মৃত্যু ঠিক কতক্ষণ বা কত দিন আগে হয়েছে।

৯. প্রতিদিনই ‘খানিকটা করে মারা যাচ্ছি’ আমরা সবাই। প্রতিদিন দেহে প্রায় ৫০ বিলিয়ন কোষের মৃত্যু হয়।

আর/০৮:১৪/০৯ মে

জানা-অজানা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে