ঢাকা, ০৭ মে- রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ৩০০ ফিটসংলগ্ন ডুমনী সড়কের পাশে এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ওই মাদক ব্যবসায়ীর নাম জানা যায়নি। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, রাতে একদল মাদক ব্যবসায়ীকে ধরতে ৩০০ ফিট অভিযানে যায় তারা। এ সময় একদল মাদক ব্যবসায়ী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
এরপর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে র্যাব।
সূত্র: জাগোনিউজ
আর/০৮:১৪/০৭ মে