Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২৬ জুন, ২০১৯ , ১২ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-০৬-২০১৯

মুমতাজের মৃত্যুর গুজবের ইতি টানতে ভিডিও পোস্ট মেয়ের

মুমতাজের মৃত্যুর গুজবের ইতি টানতে ভিডিও পোস্ট মেয়ের

মুম্বাই, ০৬ মে- ২০১৮ সালের এপ্রিল মাসেও অনুরূপ ঘটনা ঘটেছিল। সে বারও গুজবে ইতি টানতে পরিবারের তরফে বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন বলিউডের প্রবীণ তারকা মুমতাজ। রীতিমতো বয়ান জারি করে জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন, ভাল আছেন। অথচ এক বছর পর ফের ঘটল একই ঘটনা। ফলাফল? এবার বিবৃতি জারি করে গুজব খণ্ডালেন অভিনেত্রীর কন্যা, তানিয়া।

ভারতের সংবাদ প্রতিদিন পত্রিকার খবরে বলা হয়, ইনস্টাগ্রামে একটি ভিডিও ‘পোস্ট’ করে তিনি লিখেছেন, ‘কী দুর্ভাগ্যজনক ঘটনা! আবারও মায়ের মৃত্যু নিয়ে ভুয়া খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। আমি সকলকে জানাতে চাই, এ রকম কিছু আদৌ ঘটেনি। মায়ের স্বাস্থ্যের কোনও অবনতি ঘটেনি। আমার মা লন্ডনে আছেন। ভাল আছেন, একদম সুস্থ আছেন। আগের মতোই তাকে সুস্থ, কর্মঠ আর সুন্দর দেখাচ্ছে। মা আমাকে বললেন, তার সকল অনুরাগীদের তার সুস্থতার খবর দিতে। আমি সেই দায়িত্বই পালন করছি।’

পরে মুমতাজের পরিবারের এক আত্মীয়ও জানান, ‘মুমতাজ জীবিত এবং সম্পূর্ণ সুস্থ। অনুরাগীদের ভালবাসা জানিয়েছেন। কিন্তু পাশাপাশি এটা-ও জানতে চেয়েছেন যে এই সব গুজব কে ছড়াচ্ছে?’

শুক্রবার রাতে টুইটারে মুমতাজের মৃত্যুর ভুয়া খবর প্রকাশিত হয়। জানা যায়, শুক্রবারই জীবনাবসান হয়েছে ‘মেলা’, ‘অপরাধ’, ‘নাগিন’, ‘ব্রহ্মচারী’, ‘রাম অওর শ্যাম’, ‘দো রাস্তে’, ‘আপ কি কসম’ এবং ‘খিলোনা’-র মতো হিট ছবির এই জনপ্রিয় অভিনেত্রীর। তারপর শনিবার সকালেও সব ধরনের সোশ্যাল মিডিয়ার ‘স্পেস’ অভিনেত্রীর প্রয়াণের খবরে ছেয়ে যায়। যার প্রেক্ষিতে নেটিজেনরা ফলাও করে শোকবার্তাও জানাতে শুরু করে দেন। কিন্তু কোথাও অভিনেত্রীর পরিবারের তরফে কোনও বয়ান জারি করা হচ্ছিল না। স্বাভাবিকভাবেই এর ফলে ধোঁয়াশা বাড়ছিল। কিন্তু মুমতাজের ছোট মেয়ের ‘পোস্ট’ করা ভিডিও সামনে আসার পর জল্পনার অবসান ঘটে।

আর/০৮:১৪/০৫ মে

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে