Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ৫ আগস্ট, ২০২০ , ২১ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-০৫-২০১৯

বিচ্ছেদের আগুনে পুড়ছেন মাহি

বিচ্ছেদের আগুনে পুড়ছেন মাহি

ঢাকা, ০৫ মে- অঝরে কেঁদে চলেছেন নায়িকা মাহিয়া মাহি। আর এই অবস্থায় আনমনে তিনি গেয়ে চলেছেন রাধারমণের গান, ‘ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইয়ো গিয়া....।’

হঠাৎ কেন বিচ্ছেদি গানে ডুবে গেলেন নায়িকা? জানা গেল চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের কাছে। তিনি জানান, রাজধানীর বিরুলিয়াতে ‘আনন্দ অশ্রু’ সিনেমার নতুন লটের শুটিং শুরু হয়েছে। এই সিনেমাতে ব্যবহৃত হচ্ছে রাধারমণের ‘ভ্রমর কইও গিয়া’ গানটি। আজ রোববার এই গানেরই শুটিং করছেন নায়িকা মাহি।

একটি দৃশ্যে অঝরে কেঁদে চলেছেন মাহি। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে....।’ ছবিতে নায়কের ভূমিকায় আছেন ‘পোড়ামন’খ্যাত সাইমন সাদিক। তার জন্যই বিরহের অনলে পুড়তে দেখা যাবে মাহিকে। 

রাধারমণ দত্তের লেখা কালজয়ী ‘ভ্রমর কইও গিয়া’ গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। এতে কণ্ঠ দিয়েছেন খেয়া।

সালমান শাহ-শাবনূর জুটিকে নিয়ে গুণী নির্মাতা শিবলী সাদিক নির্মাণ করেছিলেন ‘আনন্দ অশ্রু’ সিনেমা। মুক্তির পর এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘‘সালমান শাহ-শাবনূর অভিনীত ‘আনন্দ আশ্র’ সিনেমার নামটিই শুধু নেওয়া হয়েছে। এ সিনেমার রিমেক হচ্ছে না। সিনেমার গল্পের সঙ্গে কোনোরকম মিল খুঁজে পাবেন না দর্শক।’

গতবছরের শুরুর দিকে এ সিনেমার শুটিং শুরু করা হয়। ঈদের পরেই বাকি শুটিং শেষ হবে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরেই। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি ও জয় চৌধুরী। এছাড়াও রয়েছেন আলীরাজ, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে। 

পরিচালক মানিক জানালেন, প্রায় সপ্তাহ খানেক বিরুলিয়াতে সিনেমাটির শুটিং চলবে। শিগগিরিই শুটিংয়ে অংশ নিবেন সাইমনও।

আর এস/ ০৫ মে

ঢালিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে