Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২৪ মে, ২০২০ , ১০ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 2.8/5 (4 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-০৪-২০১৯

লেনিনের পর কবি সুকান্তের মূর্তি ভাঙা হল ত্রিপুরায়

লেনিনের পর কবি সুকান্তের মূর্তি ভাঙা হল ত্রিপুরায়

আগরতলা, ০৪ মে- ফের মূর্তি ভাঙা নিয়ে বিতর্ক শুরু৷ এবার ভেঙে ফেলা হল বাম জমানায় তৈরি হওয়া কবি সুকান্ত ভট্টাচার্যের আবক্ষ মূর্তি৷ ঘটনাস্থল বিশালগড়৷ পরিবর্তনের ত্রিপুরায় কবির মূর্তি ভাঙা নিয়ে প্রবল রাজনৈতিক আলোড়ন শুরু হয়েছে৷ বিরোধী বামেদের অভিযোগের তিরে বিদ্ধ হচ্ছে শাসক বিজেপি-আইপিএফটি জোট সরকার৷

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কবি সুকান্তের মূর্তি ভাঙার পরের দৃশ্য৷ সেখানে দেখা গিয়েছে, সুকান্তের আবক্ষ মূর্তির মাথা গড়াগড়ি খাচ্ছে মাটিতে৷ বাকি অংশ পুরোপুরি ধংস করা হয়েছে৷ মূর্তি ভাঙ্গার তীব্র নিন্দা করেছে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র।

বিশালগড় ব্লকে যাওয়ার রাস্তার মুখে ছিল ওই মূর্তি। এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

জানা গিয়েছে, বিশালগড় শহরে চারটি মূর্তি বসানো হয়েছিল। গোকুলনগর বিএসএফ ক্যাম্পের কাছে ব্লকে যাওয়ার মুখে ছিল কবি সুকান্তের মূর্তি। সেখান দিয়ে জাতীয় সড়কের বাইপাস তৈরির কাজ শুরু হচ্ছে। তখনই ঠিক হয় কবি সুকান্তের মূর্তি অন্যত্র সরিয়ে বসানো হবে৷ এতদূর পর্যন্ত সব ঠিক ছিল৷ কিন্তু সেই মূর্তি কেন ভেঙে দেওয়া হল সেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷

গত বছর ত্রিপুরায় শেষ টানা দু দশকের বাম শাসন৷ নতুন বিজেপি-আইপিএফটি জোট ক্ষমতায় আসার পরেই আক্রান্ত হয় লেনিন মূর্তি সহ আরও কিছু মূর্তি৷ সে সব ভেঙে ফেলার ঘটনায় ভারত সহ বিশ্বের অন্যত্র প্রবল সমালোচনা হতে থাকে৷ প্রতিবাদে পশ্চিমবঙ্গে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালো কালি ঢেলে দেওয়া হয়৷ অন্যান্য রাজ্যে ভাঙা হয় কিছু মনীষীদের মূর্তি৷

এমএ/ ১০:০০/ ০৪ মে

ত্রিপুরা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে