Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ৫ আগস্ট, ২০২০ , ২১ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-০৪-২০১৯

স্মার্টফোন গরম হলে করণীয়

স্মার্টফোন গরম হলে করণীয়

বিভিন্ন কারণেই গরম হয়ে যায় স্মার্টফোন। কখনো কখনো অতিরিক্ত ব্যবহারের ফলে, কখনো আবার চার্জ দিলে। এমনকি বেশি বেশি গেমস খেললেও একই সমস্যা হয়।

অনেক স্মার্টফোন আবার কথা বলতে বলতেও গরম হয়ে উঠেছে! তখন মনের মধ্যে অস্বস্তি শুরু হয়। জেনে নিন ফোনের এই ব্যাটারি গরম হয়ে ওঠা বন্ধ করবেন কী করে?

১। রাতভর ফোন চার্জে দিয়ে রাখার অভ্যাস ত্যাগ করুন। এর ফলে মোবাইল অত্যধিক গরম হয়ে যাওয়া ছাড়াও ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পায়। বিছানা বা সোফায় ফোন চার্জে বসাবেন না। টেবিলে রেখে ফোন চার্জ করুন।

২। চার্জ দেওয়ার সময় ফোনের কভার অবশ্যই খুলে রাখুন। চার্জ দেওয়ার সময় ফোনে যে তাপ উৎপন্ন হয়, কভার থাকায় তা বেরতে পারে না। ফলে মোবাইল ফোন গরম হয়ে ওঠে।

৩। চার্জ শেষ হলে চার্জার ফোন থেকে ডিসকানেক্ট করুন। সারা রাত ফোন চার্জ করলে যেমন ফোন গরম হয় একই সঙ্গে ফোনের ব্যাটারির আয়ু কমে যায়।

৪। অন্য ফোনের ব্যাটারি বা অন্য ফোনের চার্জার ব্যবহার না করাই ভাল। এতে হ্যান্ডসেট দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা থাকে।

৫। যে সব অ্যাপস চালালে চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় সেগুলো ফোন থেকে আন-ইনস্টল করে দেওয়াই ভাল।

এমএ/ ০৩:২২/ ০৪ মে

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে