Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১১ জুলাই, ২০২০ , ২৭ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৪-৩০-২০১৯

যে ক্ষোভ নিয়ে চলে গেলেন, তা দেওয়া হলো মৃত্যুর পর

যে ক্ষোভ নিয়ে চলে গেলেন, তা দেওয়া হলো মৃত্যুর পর

মুম্বাই, ৩০ এপ্রিল- বলিউডের বরেণ্য অভিনেতা কাদের খানের মৃত্যুর পর জানা যায়, ক্ষোভ নিয়ে চলে গেলেন তিনি। ‘হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদন থেকে তখন জানা গেছে, ‘পদ্মশ্রী’ সম্মাননার জন্য কাদের খানের নাম ছিল বিবেচনায়। তখন কাদের খানের অসুস্থতা ক্রমেই বাড়ছে। তাই আগ্রহী ব্যক্তিরা চেয়েছিলেন, কাদের খানের জীবদ্দশায় যেন তাঁকে এই রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। খবরটি পৌঁছে গিয়েছিল কাদের খানের কাছে। তখন তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সরকার যদি মনে করে এই সম্মান পাওয়ার মতো কাজ আমি করেছি, তাহলে আমি তা পেতে পারি। তবে আমাকে যেন এই সম্মান দেওয়া হয়, এর জন্য এত মানুষ সরকারকে অনুরোধ করেছেন, তাঁদের ভালোবাসায় আমি মুগ্ধ।’

শেষ পর্যন্ত ‘পদ্মশ্রী’ পাননি কাদের খান। এরপর ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া শেষ সাক্ষাৎকারে কাদের খান বলেছিলেন, ‘খুব ভালো কথা যে আমি পদ্মশ্রী পাইনি।’ তবে তিনি আঙুল তুলেছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘সততা’র দিকে। বলেছিলেন, ‘জীবনে কখনো চাটুকারিতা করিনি। ভবিষ্যতেও করব না। এখন যে অভিনেতাদের পদ্মশ্রী দেওয়া হচ্ছে, তাঁদের দিলে আমার আর দরকার নেই।’

যে মুম্বাই কাদের খানকে এত যশ, খ্যাতি আর সম্মান দিয়েছে, মৃত্যুর আগে তিনি সেই শহরকে ত্যাগ করে চলে যান টরন্টোতে, ছেলে সরফরাজ খানের কাছে। এ সময় তাঁর মনে ছিল অনেক কষ্ট। মৃত্যুর পর তাঁর মরদেহ মুম্বাই আনতে চায়নি তাঁর পরিবার। বার্তা সংস্থা পিটিআইকে সরফরাজ খান বলেছেন, ‘মুম্বাই নয়, বাবাকে টরন্টোতে দাফন করা হবে। এখানে আমাদের পুরো পরিবার রয়েছে। আমরা সবাই এখানেই থাকি। তাই বাবার শেষ কাজও এখানেই হবে।’

এরপর বিষয়টি অনুধাবন করতে পেরেছেন এই রাষ্ট্রীয় সম্মাননার সঙ্গে জড়িত ব্যক্তিরা। এ বছর কাদের খানকে মরণোত্তর ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয়েছে। ৭০তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে গত ২৫ জানুয়ারি ৃএই সম্মান প্রাপকদের তালিকা ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্তু তখন এই সম্মাননা নেওয়ার জন্য কাদের খানের পরিবার থেকে কেউ ভারতে আসেননি।

এবার জানা গেছে, কানাডায় কাদের খানের ছেলে সরফরাজ খানের হাতে এই পদ্মশ্রী সম্মাননা তুলে দেওয়া হয়েছে। আর এই সম্মাননা তুলে দেন কানাডায় ভারতের কনসাল জেনারেল দীনেশ ভাটিয়া।

গত বছর ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ৮১ বছর বয়সে কানাডার টরন্টোতে শেষনিশ্বাস ত্যাগ করেন কাদের।

এমএ/ ০০:৩৩/ ৩০ এপ্রিল

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে