Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ , ৮ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-২৯-২০১৯

ভুয়া আইডি নিয়ে বিব্রত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী

ভুয়া আইডি নিয়ে বিব্রত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী

ঢাকা, ২৯ এপ্রিল- মোবাইল প্ল্যাটফর্ম মবস্টারে বেশকিছু ভুয়া আইডি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে চীনে অবস্থানরত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী।

কে বা কারা মবস্টারে ঐশীর নামে অনেকগুলো আইডি খুলেছেন। বিষয়টি নিয়ে মিস ওয়ার্ল্ডে অন্য দেশের কয়েকজন প্রতিযোগীর সামনে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে ঐশীকে।

গতকাল সোমবার ফেসবুকে এক ভিডিও বার্তায় ঐশী নিজেই এসব কথা জানান।

মোবাইল প্ল্যাটফর্ম মবস্টার মূলত বিশ্বব্যাপী প্রতিভাবানদের সঙ্গে ভক্তদের সেতুবন্ধ তৈরি করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিযোগীরা ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড করতে পারেন, ভক্তদের কাছে ভোট চাইতে পারেন। তবে এই প্রযুক্তি সুবিধা এবার বিড়ম্বনার কারণ হয়েছে পিরোজপুরের মাটিভাঙ্গার মেয়ে ঐশীর জন্য।

ঐশী এখন চীনের সানাইয়া শহরে মিস ওয়ার্ল্ডের মঞ্চে সুন্দরীদের প্রতিযোগিতায় লড়ছেন।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে গেল ১০ নভেম্বর চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। প্রতিযোগিতার ৬৮তম আসরে ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে সেরার লড়াইয়ে আছেন ঐশী। আগামী ৮ ডিসেম্বর মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে।

তবে মবস্টার নিয়ে ভিডিও বার্তায় আক্ষেপ প্রকাশ করে ঐশী বলেন, ‘মবস্টারে আমার নামে অনেকগুলো ফেক আইডি আছে। এগুলো নিয়ে আমাকে বিব্রতকর অবস্থাতে পড়তে হচ্ছে। দয়া করে আপনারা আমার নামের ফেক আইডিগুলো বন্ধ করে দিন।’

ঐশী আরও বলেন, ‘আমার নামে যারা ফেক অ্যাকাউন্ট খুলছেন, কী লাভ আপনাদের! আপনাদের অতি উৎসাহে কিন্তু আমার অনেক ক্ষতি হচ্ছে। আমার অনেক কমেন্ট লাইক শেয়ার অন্য আইডিতে চলে যাচ্ছে। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় এসেছি আমি, এখন আপনাদের অনেক সাপোর্ট দরকার। লাইক, কমেন্ট ও শেয়ার গুরুত্বপূর্ণ আমার জন্য।’

ঐশী বলেন, ‘আমি এখানে দেশের প্রতিনিধি হয়ে এসেছি। নিজের দেশের মানুষ যদি আমার ক্ষতি করেন, তাহলে কীভাবে সামনে দিকে এগিয়ে যাব! আপনারা যারা আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলেছেন, তাদের কাছে অনুরোধ, এগুলো বন্ধ করে দেন।’

গেল ৩০ সেপ্টেম্বরের গ্র্যান্ড ফিনালে সেরা ১০ সুন্দরীর মধ্যে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ ’ হন ঐশী।

এমএ/ ১১:৪৪/ ২৯ এপ্রিল

মডেলিং

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে