Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ , ২৭ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-২৫-২০১৯

আফগান বিষয়ে পিছু হটল পাকিস্তান

আফগান বিষয়ে পিছু হটল পাকিস্তান

ইসলামবাদ, ২৫ এপ্রিল- আফগান যুদ্ধের কারণে পাকিস্তান ও আফগানিস্তানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এখন থেকে আফগানিস্তানের কোনো বিষয়ে পাকিস্তান আর নিজেদের জড়াবে না।

বৃহস্পতিবার এক বক্তৃতায় ইমরান খান বলেন, আফগান যুদ্ধের কারণে প্রতিবেশী এ দুই দেশের অনেক ক্ষতি হয়েছে। দীর্ঘ সময় পর আফগানিস্তানে শান্তি ফেরার একটি প্রচেষ্টা দেখা যাচ্ছে। এ শান্তি প্রক্রিয়া সফল করার জন্য আমরা সব ধরনের কূটনৈতিক সহায়তা চালিয়ে যাব।

তবে দেশটির অভ্যন্তরীণ কোনো বিষয়ে পাকিস্তান নিজেদের জড়াবে না জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানের সরকার ও জনগণ তাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

পাকিস্তান জোরপূর্বক আলোচনার মাধ্যমে আফগান ইস্যুতে সমাধান খোঁজার পক্ষে নয়।

এ অঞ্চলে শান্তি ফেরানোর গুরুত্ব অনুধাবন করতে পাকিস্তান সবাইকে আহ্বান জানিয়েছে উল্লেখ করে ইমরান খান বলেন, শান্তি প্রক্রিয়া সফল করতে পাকিস্তান সব ধরনের কূটনৈতিক ও নিরাপত্তা প্রচেষ্টা করছে।

সূত্র: জিয়ো নিউজ ও এক্সপ্রেস নিউজ
এমএ/ ০৭:৪৪/ ২৫ এপ্রিল

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে