Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ , ৫ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-২৫-২০১৯

ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের ৭৫ ভাগ মসজিদ ধ্বংস

ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের ৭৫ ভাগ মসজিদ ধ্বংস

জেরুসালেম, ২৫ এপ্রিল- ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়ে ফিলিস্তিনের গাজার প্রায় ৭৫ ভাগ মসজিদই ধ্বংস করে দিয়েছে। মিডল ইস্ট মিরর সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, গত ৫১ দিনে অন্তত প্রাং ৭৩টি মসজিদ পুরোপুরি ভাবে ধ্বংস করে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। একইসঙ্গে আরও ২০৫টি মসজিদ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ইসরায়েল।

ফিলিস্তিন ইকোনোমিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কন্সট্রাকশন (পিইসিডিসি) কর্তৃক গঠিত কমিটি এক বিবৃতে জানায় ইসরায়েলের হামলায় দাতব্য সংস্থা থেকে শুরু করে তাদের কবরস্তান, পবিত্র স্থান মসজিদ অনেক ধ্বংস হয়েছে।

পিইসিডিসির ভাষ্যমতে, এসব ধ্বংসপ্রাপ্ত বস্তুর ক্ষতির পরিমাণ ৪০.৪ মিলিয়ন ডলার।

এছাড়া ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজায় অবস্থিত দুটি গির্জাও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

পিইসিডিসি আরও জানায়, ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়ে ফিলিস্তিনের জাবালায় অবস্থিত বিখ্যাত মসজিদ আল-ওমরি ধ্বংস করেছে।

এমনকি ১৩৬৫ বছর আগের একটি প্রাচীন মসজিদ ধ্বংস করা হয়েছে। যা হজরত আমর ইবনুল আসের সময়কার মসজিদ। ওই মসজিদটির নাম ছিল মানারাত আল-জাহের। এই মসজিদে একসঙ্গে অন্তত ২ হাজার ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারত বলেও উল্লেখ্য করা হয়েছে।

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে