Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ , ৮ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 2.5/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-২৩-২০১৯

অমিত-রাহুলের ভাগ্য নির্ধারণ হবে আজ

অমিত-রাহুলের ভাগ্য নির্ধারণ হবে আজ

নয়াদিল্লি, ২৩ এপ্রিল- ভারতের লোকসভা নির্বাচনের মঙ্গলবার তৃতীয় দফার ভোট চলছে। আজকের ভোটে ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ ও প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীসহ আরো বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হওয়ার কথা রয়েছে আজ।

মঙ্গলবার সকালে শুরু হওয়া এই ধাপে মোট ১১৭টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় দফায় মোট ১১৬টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা আসনের স্থগিত করা আসনটিতেও ভোট হচ্ছে আজ।

তবে তৃতীয় ধাপের এই ভোটে সবচেয়ে বেশি নজর থাকবে গুজরাট ও কেরালার দিকে। কেননা ওই দুই রাজ্যের সবকটি আসনে আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে।

গুজরাটের রাজধানী গান্ধীনগর ও কেরালার ওয়েনাড থেকেই লড়ছেন যথাক্রমে অমিত শাহ ও রাহুল গান্ধী।

এই নির্বাচনে ভারতের প্রবীণ নেতা মুলায়ম সিং যাদব উত্তর প্রদেশের মৈনপুরী, বিজেপির বরুণ গান্ধী উত্তর প্রদেশের পিলিভিত, পিডিপি দলের মেহবুবা মুফতি কাশ্মীরের অনন্তনাগ এবং কংগ্রেস নেতা শশী তারুর লড়ছেন কেরালার তিরুঅনন্তপুরম আসন থেকে।

সূত্র: আনন্দবাজার
এমএ/ ০৫:০০/ ২৩ এপ্রিল

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে