Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ , ৩০ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-২৩-২০১৯

মোদি না রাহুল, কাকে ভোট দেবেন জানালেন শাহরুখ খান (ভিডিও)

মোদি না রাহুল, কাকে ভোট দেবেন জানালেন শাহরুখ খান (ভিডিও)

ভারতে এখন নির্বাচনের উত্তাল হাওয়া বইছে। এই হাওয়ায় গা ভাসিয়েছেন অনেক তারকারা। উর্মিলা মার্তণ্ডকর, পরেশ রাওয়াল, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, মুনমুন সেনরা তো নির্বাচনের প্রার্থী হিসেবেই আছেন।

এছাড়াও আরও বহু তারকা মাঠে রয়েছেন নিজ নিজ পছন্দের দল ও প্রার্থীদের প্রচারে।এরইমধ্যে সরব হলেন বলিউড বাদশা শাহরুখ খান। তিনি মুখ খুলেছেন চলতি নির্বাচন নিয়ে।
‘যে নিজের থেকে দেশকে বেশি ভালোবাসে তাকেই ভোট দিতে চান শাহরুখ। এমনটাই জানালেন তিনি। সেইসঙ্গে দেশপ্রেমিক নেতাদের ক্ষমতায় আনতে ভক্তদের পরামর্শও দিয়েছেন কিং খান।

তার ভাষ্য, ‘দেশ আমাদের, তাই দেশের সরকার নির্বাচন করার দায়িত্বও আমাদের।’

বেশকিছুদিন আগে বলিউডের সমস্ত তারকাদের কাছে দেশবাসীকে ভোটদানের আবেদন করার অনুরোধ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই আবেদন মেনে সকলকে ভোটদানের অনুরোধ করেছিলেন আমির খান, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, অক্ষয় কুমার, এ আর রহমান, করণ জোহর সব বেশকিছু বলি তারকা। ভোটদানের আবেদন জানান খোদ সালমান খানও।

তবে শাহরুখ বরাবরই সকলের থেকে একটু আলাদা। তাই একটু দেরিতে হলেও সকলকে চমক দিয়ে ভোটদানে পরামর্শ দিলেন কিং খান।

ভোট চেয়ে প্রচারণায় নেমেছেন তিনি। নিজের গলায় গাইলেন র্যাপ। রণবীরের সিংয়ের পর এবার শাহরুখের এই র্যাপও বেশ জনপ্রিয় হতে চলেছে।

আর এস/ ২৩ এপ্রিল

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে