Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ , ৫ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-২৩-২০১৯

পদ্মা সেতু‌তে বস‌ছে একাদশ স্প্যান

পদ্মা সেতু‌তে বস‌ছে একাদশ স্প্যান

শরীয়তপুর, ২৩ এপ্রিল- শরীয়তপুরের জা‌জিরার নাও‌ডোবা প্রান্তে পদ্মা সেতুতে একাদশ স্প্যান বসছে আজ মঙ্গলবার। সেতুর ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে এক হাজার ৬৫০ মিটার।

পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।‌

তি‌নি জানান, সোমবার সকাল সা‌ড়ে ১০টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনে করে স্প্যানটি আনা হয় জা‌জিরার নাও‌ডোবা প্রা‌ন্তে। স্প্যানটি ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘের ও তিন হাজার ১৪০ টন ওজনের।

মঙ্গলবার সকা‌লে স্প্যান‌টি সেতুর ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর বসা‌নো হ‌বে।

আর/০৮:১৪/২৩ এপ্রিল

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে