Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ , ২ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-২২-২০১৯

এক মুরগির চার পা!

এক মুরগির চার পা!

৫০০ গ্রাম ওজনের চার পা বিশিষ্ট একটি মুরগি নিয়ে হইচই পড়ে গেছে ঝিনাইদহে। স্বাভাবিকভাবে মুরগির দুই পা থাকলেও ঝিনাইদহ শহরের ওয়াবদা বাজারের মুরগি ব্যবসায়ী শাহাদৎ হোসেনের দোকানে চার পা বিশিষ্ট একটি সোনালী জাতের মুরগির সন্ধান পাওয়া গেছে।

মুরগিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে পড়েছে হইচই। মুরগিটির স্বাভাবিক দুই পায়ের পেছনে রয়েছে আরও দুটি পা।
শহরের হামদহ এলাকার আব্দুল ওহাবের ফার্ম থেকে ৫০০ গ্রাম ওজনের এ সোনালী মুরগিটি অন্যান্য মুরগির সঙ্গেই শনিবার (২০ এপ্রিল) কিনে আনেন শাহাদৎ। পরে দোকানে এসে দেখেন মুরগিটির চারটি পা।

মুরগির পেছনে লেজের গোড়া দিয়ে স্বাভাবিক পায়ের মতোই আরো দুইটি পা রয়েছে। এই দুটি পা মূল দুটি পায়ের তুলনায় একটু ছোট। মূল দুটি পা দিয়েই মুরগিটি হাঁটাচলা করে বলে জানান শাহাদৎ।

বিষয়টি নিয়ে ঋষব কুমার বিশ্বাস নামে এক যুবক ফেসবুকে ছবি আপলোড করলে মুরগিটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। দূরদূরান্ত থেকেও অনেকে ছুটে আসছেন চার পায়ের মুরগিটি দেখতে।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, ভ্রূন অবস্থায় ডিমের মধ্যে যখন বাচ্চা বড় হয় তখন এমনটি হয়ে থাকে।

আর এস/ ২২ এপ্রিল

বিচিত্রতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে