নয়াদিল্লি, ১৯ এপ্রিল- ৪৮ সন্তানকে নিয়ে ভোট দিতে এলেন বাবা! তাজ্জব করার মতো ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতীতে।
শঙ্কর পাপা পাপকর সমাজসেবী হিসেবে পরিচিত। অনাথ শিশুদের দেখাশোনা করেন। বছরের পর বছর ধরে এই কাজটাই করে চলেছেন শঙ্কর। তাঁর অনাথ আশ্রমের ৪৮ জন এবার প্রথম ভোট দিলেন। বৃহস্পতিবার ৪৮ জনকে নিয়েই অমরাবতীর ভোটকেন্দ্রে আসেন শঙ্কর। এই অনাথরা শঙ্করকেই বাবা বলে ডাকেন। ৪৮ সন্তানকে নিয়ে বাবার ভোট দিতে আসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
এদিকে, লাটুরে ১০৫ বছরের বৃদ্ধা কাবাইবাই গণপতি কাম্বলে হুইল চেয়ারে করে ভোট দিয়ে যান। ঠিকমতো চোখে দেখতে পান না। তবুও প্রবল উৎসাহে তিনি এসেছিলেন ভোট দিতে। তাঁর সঙ্গে সন্তানরা ছাড়াও ছিল নাতি–নাতনিরা।
সূত্র: aajkaal.in
আর এস/ ১৯ এপ্রিল