Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ , ৭ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৪-১৬-২০১৯

ট্রাম্পের ভিডিও প্রচারের পর ক্রমাগত হত্যার হুমকি ইলহান ওমরকে

ট্রাম্পের ভিডিও প্রচারের পর ক্রমাগত হত্যার হুমকি ইলহান ওমরকে

ওয়াশিংটন, ১৬ এপ্রিল- যুক্তরাষ্ট্রে ২০১১ সালের সন্ত্রাসী হামলা নিয়ে এই মুসলিম কংগ্রেস সদস্যের মনোভাব তাচ্ছিল্যপূর্ণ বলে একটি ভিডিওর মাধ্যমে প্রচার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকেই তিনি একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন।

ট্রাম্প উগ্র ডানপন্থীদের খেপিয়ে তুলছেন বলে অভিযোগ তুলে ইলহান ওমর বলেন, এটি মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে। অবশ্যই এ খেলা বন্ধ করা উচিত।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির একটি ঘোষণার পর ইলহান এ বিবৃতি দিয়েছেন। তিনি মিনেসোটার এই ডেমোক্র্যাট সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। এ ছাড়া ওই ভিডিওতে তুলে নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন পেলোসি।

হাউস স্পিকারের আহ্বানের পর ট্রাম্পের টুইটার ফিড থেকে ভিডিওটি আনপিনড করা হয়েছে। কিন্তু সেটি মুছে দেয়া হয়নি।

এ ঘটনায় ট্রাম্পের সমালোচনা করেছেন পেলোসি। কেউ কেউ ট্রাম্পের বিরুদ্ধে মুসলিমবিদ্বেষ উসকে দেয়ার অভিযোগ তুলেছেন।

এর আগে ইলহান ওমরকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে নিউইয়র্কের এক ট্রাম্প ভক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ইলহান বলেন, উগ্র ডানপন্থী, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের সহিংস অপরাধ এবং অন্যান্য ঘৃণ্য অপকর্ম বিশ্বজুড়ে বেড়েই চলছে। কাজেই এ মাটিতে সর্বোচ্চ পদ দখলকারী যে তাতে উসকানি দিচ্ছেন, তা আমরা অস্বীকার করতে পারব না।

সূত্র: যুগান্তর
আর এস/ ১৬ এপ্রিল

 

উত্তর আমেরিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে