Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ , ৩০ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৪-১২-২০১৯

ভারতে নির্বাচন নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ফেসবুক

ভারতে নির্বাচন নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ফেসবুক

ভারতে নির্বাচন মৌসুমে ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে ফেসবুক কর্তৃপক্ষ প্রতিদিন ১০ লাখেরও বেশি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করছে বলে দাবি করেছে। কিন্তু এক সমীক্ষায় দেখা গেছে, ফেসবুক ও তাদের মালিকানাধীন হোয়াটসঅ্যাপে এখনও প্রচুর ভুয়া বা মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। গত ৩০ দিনে ভারতের প্রতি দু’জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মধ্যে একজনের কাছে গিয়েছে ভুয়া খবর।

সম্প্রতি ভারতের‘সোশ্যাল মিডিয়া ম্যাটার্স’এবং ‘দিল্লি ইনস্টিটিউট অব গভর্ন্যান্স, পলিসিস অ্যান্ড পলিটিক্স’-সংস্থা দুটো যৌথভাবে একটি জনমত সমীক্ষা চালিয়েছিল। তাদের ওই সমীক্ষার নাম ছিলো‘ডু নট বি আ ফুল’।

এতে দেখা যায়, বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরও ভারতে ভুয়া খবর ছড়াতে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মত প্রধান দুটি সোশ্যাল মিডিয়া। ফলে সে দেশের ৯৬ শতাংশ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছেই পৌঁছে যাচ্ছে মিথ্যা খবর।

এদের ৫৩ শতাংশের কাছে পৌঁছেছে লোকসভা ভোট সংক্রান্ত ভুয়া খবর। আর ৬২ শতাংশ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সে খবর বিশ্বাসও করছেন।

সমীক্ষায় অংশ নেয়া ৫৪ শতাংশ ইউজার জানান, মিথ্যা খবরের কারণে তারা নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে মত বদল করেছেন। ফলে এই ভোটে এসব ভুয়া খবরের মারাত্মক রকমের প্রভাব পড়ার আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেয়া যাচ্ছে না।

অন্যদিকে, ৪১ শতাংশ ব্যবহারকারী আবার জানিয়েছেন, যে কোনো খবরের সত্যতা যাচাইয়ের জন্য তারা আবার গুগল ও টুইটারেরই আশ্রয় নেন।

এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫৬ শতাংশ পুরুষ, ৪৩ শতাংশ নারী, বাকি ১ শতাংশ রূপান্তরকামী। আর যাদের ওপর এই সমীক্ষা চালানো হয়েছে তাদের বেশিরভাগই নতুন ভোটার এবং তাদের বয়স ১৮ থেকে ২৫-এর মধ্যে।

সূত্র: আনন্দবাজার
আর এস/ ১২ এপ্রিল

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে