Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ , ৮ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৪-০৮-২০১৯

নিজের রেকর্ড ভেঙে আবারও গিনেজ বুকে ফয়সালের নাম  

নিজের রেকর্ড ভেঙে আবারও গিনেজ বুকে ফয়সালের নাম

 

মাগুরা, ০৮ এপ্রিল- ফ্রি স্টাইলে বাস্কেট বল নিয়ে শারীরিক কসরত দেখিয়ে গিনেস বুকে দ্বিতীয় বারের মতো নাম লিখিয়েছেন মাগুরার হাজিপুর গ্রামের ছেলে মাহমুদুল হাসান ফয়সাল।

মাত্র ৬০ সেকেন্ডে দুই হাতের মধ্যে ১৪৪ বার বাস্কেট বল ঘুরিয়ে গিনেজ বুক অব রেকর্ডে দ্বিতীয় বারের মতো নিজের নাম লেখালেন ১৭ বছর বয়সী মাহমুদুল হাসান ফয়সাল। গত বছর এক মিনিট অর্থাৎ মাত্র ৬০ সেকেন্ডে দুই হাতের মধ্যে ১৩৪ বার ফুটবল ঘুরিয়ে প্রথমবার রেকর্ড গড়েছিলেন তিনি। গত শুক্রবার তার দ্বিতীয় রেকর্ডের স্বীকৃতি দেয় গিনেজ কর্তৃপক্ষ। এ ব্যাপারে ফয়সালকে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন।

এ প্রাপ্তিতে নিজের আত্মবিশ্বাস আরো বেড়েছে বলে জানিয়েছেন ফয়সাল। ভবিষ্যতে ফ্রি স্টাইল ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চান তিনি।

কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নয়, বাড়ির বেলকুনিতে ফুটবল/বাস্কেটবল হাতে নিয়ে কসরত দেখিয়ে খ্যাতি কুড়িয়েছে মাগুরার ছেলে ফয়সাল। সেই সঙ্গে নাম লিখিয়েছেন গিনেজ বুক অব ওয়ার্ল্ডে।

মাগুরা সদরের হাজিপুর ইউনিয়নের বাসিন্দা বাংলাদেশ সেনাবাহিনীর (অবসর প্রাপ্ত) সৈনিক সোহেল রানার ছেলে মাগুরা পলিটেকনিক কলেজের ছাত্র মাহমুদুল হাসান ফয়সাল। যাদুকরী এমন ক্যারিশমার ব্যাপারে ফয়সাল জানান, মাত্র ১ বছরের নিরলস অধ্যাবসায় তাকে এই সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। দিনে ১৪-১৫ ঘণ্টা অনুশীলন আজ তাকে বিশ্ব খেতাবে আর দশটা কিশোরদের থেকে অনন্য করেছে। সে স্বপ্ন দেখে ভবিষ্যতে মাগুরার সন্তান হিসেবে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করবে। বড় খেলোয়ার হবে।

তথ্যসূত্র: জাগো নিউজ
এআর/০৮ এপ্রিল

মাগুরা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে