Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ , ৭ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-০৫-২০১৯

ছোট শিশুর মানবিকতার ছবি ভাইরাল

ছোট শিশুর মানবিকতার ছবি ভাইরাল

পৃথিবীতে সবচেয়ে সুন্দর মনের অধিকারী হলো শিশুরা। সামাজিক নিয়ম-কানুনে আবদ্ধ নয় তারা। শিশুরা সবকিছু খুব সহজভাবে চিন্তা করে, যা বয়স্করা পারে না। সাধারণত তাদের কোনো কাজের ফলাফল নেতিবাচক হলে তারা নিজেদের ভুলের চেয়ে বেশি অনুতপ্ত হয়।

এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের মিজোরাম রাজ্যে। সেখানে একটি শিশুর সাইকেলের নিচে পড়ে তার প্রতিবেশীর মুরগির বাচ্চা। এরপর অপরাধবোধে অনুতপ্ত শিশুটির কাছে যে অর্থ ছিল তা হাতে করেই মুরগির বাচ্চাটি নিয়ে পার্শ্ববর্তী হাসপাতালে ছুটে যায় সে।

বুধবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়াটাইমস.কমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, এক ফেসবুক ব্যবহারকারী শিশুটির ছবি শেয়ার করার পর তাৎক্ষণিক তা ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যে ৫০ হাজারের বেশি মানুষ শিশুটির ছবি শেয়ার করেছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, শিশুটির অভিব্যক্তি যেকোনো মানুষের মনকে গলিয়ে ফেলার মতো। এই ছোট শিশু যে আন্তরিকতা ও সততা দেখিয়েছে মানুষ যদি তার অর্ধেকটাও দেখাতো, তবে এই পৃথিবী আরও বেশি শান্তিপূর্ণ হতো।

এআর/০৫ এপ্রিল

বিচিত্রতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে