Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ , ৭ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৩-৩১-২০১৯

জাজের গণ্ডি থেকে বের হলেন পূজা

জাজের গণ্ডি থেকে বের হলেন পূজা

ঢাকা, ৩১ মার্চ- দেশের উঠতি নায়িকাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষেই আছেন পূজা চেরি। অভিষেকের পর থেকে জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সবার। যে কয়টি সিনেমাতে অভিনয় করেছেন সবগুলোই জাজ মাল্টিমিডিয়ার। অবশেষে দেশের সবচেয়ে বড় এই প্রযোজনা প্রতিষ্ঠানের গণ্ডি থেকে বের হচ্ছেন এ নায়িকা।

শিগগিরই নতুন একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন পূজা। তবে এই বিষয় বেশি আলোচনা করতে নারাজ পূজা। শুধু এইটুকু বলেন, আসলে ব্যাপারটা চমক হিসেবে রাখতে চাই। নতুন ছবি করছি এটা সত্যি। তবে সেটা খোলসা করতে চাচ্ছি না এখনই। তবে এটুকু বলতে পারি ঘোষণটাই চমক হিসেবে আসবে। কেননা জাজ মাল্টিমিডিয়ার বাইরের চলচ্চিত্র এটি।

জাজের বাইরে এসে কাজ করতে গেলে প্রতিষ্ঠানটি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না? না, কে বল্ল? প্রশ্নের জবাব যেন প্রশ্ন দিয়েই দিলেন পূজা। এরপর বললেন, জাজ থেকে সব সময় উৎসাহ দেয়া হয় বাইরের ভালো কোনো কাজ পেলে যেন হাতছাড়া করা না হয়। জাজ এসব বিষয়ে অনেক উদার। আমি কোনো শর্তে আবদ্ধ নই।

পূজা শিশুশিল্পী হিসেবে ভালোবাসার রঙ (২০১২), তবুও ভালোবাসি (২০১৩), অগ্নি (২০১৪) চলচ্চিত্রে অভিনয় করেছেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট-এর ছায়া অবলম্বনে নির্মিত নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে পূজার প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন।

এন এ/ ৩১ মার্চ

ঢালিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে