Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ , ৫ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৩-২৫-২০১৯

রকেট হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইসরাইল!

রকেট হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইসরাইল!

তেল আবিব, ২৫ মার্চ- ইসরাইলে রকেট হামলায় সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় ওয়াশিংটনে থাকা নেতানিয়াহু তার সফর সংক্ষিপ্ত করেছেন। নেতানিয়াহু আরও বলেন, আমি কয়েক ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করব এবং এর পরপরই আমি ইসরাইলে ফিরে আসব অপারেশন পরিচালনার জন্য। তিনি বলেন, দ্রুতই এ হামলার জবাব দেয়া হবে।

নেতানিয়াহু গতকাল রোববার যুক্তরাষ্ট্র সফরে যান। ইসরাইলে আগামী ৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি।

সোমবার সকালে উত্তর তেলআবিবে হামলার ঘটনায় ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে- এটি হামাস জঙ্গিগোষ্ঠী হামলা চালিয়েছে। গত সপ্তাহের শেষের দিকে গোলান মালভূমি ইসরাইল অধিগ্রহণ করার পরই দেশটিতে এ হামলা চালানো হয়।
ইসরাইলি পুলিশ জানায়, ধ্বংস হওয়া বাড়ি থেকে হামলকারীদের অবস্থান ২০ কিলেমিটার দূরে।

নেতানিয়াহু বলেন, হামলার ঘটনায় আমি আমার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছি। তিনি এটি 'গুরুতর হামলা' বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ইসরাইল দ্রুত এ হামলার জবাব দেবে।

এদিকে হামলার পর থেকে গাজার সঙ্গে পণ্য পরিবহন ও লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে

ইসরাইলি সংস্থা জানায়, এ হামলায় একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আহতদের মধ্যে একজন ছয় মাস বয়সী শিশু এবং তাদের ছয়জন একই পরিবারের সদস্য ছিলেন।

গত বৃহস্পতিবার ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের বলে ঘোষণা দেন। এর পরেই ইসরাইলে এ হামলা চালানো হলো। 

সূত্র: যুগান্তর
আর এস/ ২৫ মার্চ

 

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে