Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ , ৩ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 2.7/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৩-২২-২০১৯

নিউজিল্যান্ডে নিহতদের স্মরণসভায় জনতার ঢল

নিউজিল্যান্ডে নিহতদের স্মরণসভায় জনতার ঢল

ওয়েলিংটন, ২২ মার্চ- নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে জুমার নামাজের আগে আয়োজিত মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণসভায় জনতার ঢল নেমেছে।
হাজার হাজার মানুষ হামলার শিকার আল-নূর মসজিদের বিপরীত দিকের হ্যাগলে পার্কের এই অনুষ্ঠানে অংশ নেয়। এতে অনেক নারী মাথায় স্কার্ফ পড়ে অংশ নেন।

জুমার নামাজ শুরুর আগে নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়। স্থানীয় সময় দুপুর ১টা ৩২ মিনিটে এই নীরবতা পালন করা হয়।
এরপর জুমার খুৎবা শুরুর আগে জনসাধারণের উদ্দেশে ভাষণ দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

এ সময় তিনি বলেন, ‘নিউজিল্যান্ডবাসী আজ মুসলিমদের সঙ্গে শোক পালন করছে। আমরা একটি জাতি।’
কালো স্কার্ফ পরিহিত এই নেতা মুসলিমদের উদ্দেশে নবী মোহাম্মদ (সা.) এর একটি হাদিস উল্লেখ করে বলেন, ‘আমরা একটি দেহের মতো, যখন শরীরের কোনও অংশে আঘাত লাগে তখন পুরো শরীরেই ব্যাথা অনুভূত হয়।’

শুক্রবার হ্যাগলে পার্ক, আল-নূর মসজিদ ও এর আশেপাশের এলাকা ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। মানুষের ভিড়ের মাঝে ব্যাপক উপস্থিতি ছিল সশস্ত্র বাহিনীর সদস্যদের।

আরও পড়ুন:
আজ জুমায় আল নুর মসজিদের খুতবায় যা বললেন ইমাম
মহানবীর (সা.) উদ্ধৃতিতে শান্তির বার্তা প্রধানমন্ত্রী জেসিন্ডার

সূত্র: বিডি প্রতিদিন
আর এস/ ২২ মার্চ

অস্ট্রেলিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে