Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৩-২০-২০১৯

ছাত্রীদের প্রেমের 'ফর্মুলা' শেখাতে গিয়ে বরখাস্ত গণিতের অধ্যাপক (ভিডিও সংযুক্ত)

ছাত্রীদের প্রেমের 'ফর্মুলা' শেখাতে গিয়ে বরখাস্ত গণিতের অধ্যাপক (ভিডিও সংযুক্ত)

গণিত পড়াতে এসে ভালোবাসার সমীকরণ শেখাতে গিয়েই বিপাকে পড়লেন ভারতের হরিয়ানার কারনালের একটি মহিলা কলেজের গণিতের অধ্যাপক।

অভিযোগ, ক্লাসে এসে তিনি ‘ভালোবাসার ফর্মুলা' বোঝাচ্ছিলেন ছাত্রীদের। তার ওই ক্লাসে বসেই এক ছাত্রী নিজের ক্যামেরায় পুরোটা রেকর্ড করে নেয়। তারপর সেটি তুলে দেয় কলেজের অধ্যক্ষের হাতে।

পরে চরণ সিংহ নামের ওই অধ্যাপক নিজের এই আচরণের জন্য লিখিতভাবে ক্ষমাও চান ছাত্রীদের কাছে। যদিও, তাতে তেমন চিড়ে ভেজেনি। বরখাস্ত করে দেওয়া হয় ওই অভিযুক্ত অধ্যাপককে।

অপরদিকে, ওই ভিডিওটিও প্রবলভাবে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, চরণ সিংহ বলছেন, ‌‌ঘনিষ্ঠতা-আকর্ষণ= বন্ধুত্ব। আবার ঘনিষ্ঠতা+আকর্ষণ= প্রেম এবং আকর্ষণ-ঘনিষ্ঠতা= ক্রাশ।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ক্লাসে বোর্ডের সামনে দাঁড়িয়ে বোর্ডে এই সমীকরণগুলো লিখে লিখে ছাত্রীদের বোঝাচ্ছেন ওই অধ্যাপক। তিনি এমনকি এই কথাও বোঝান যে, কীভাবে বয়স বাড়লে স্বামী ও স্ত্রীর মধ্যে আকর্ষণ কমে যাওয়ার ফলে তারা একে অপরের বন্ধু হয়ে ওঠেন।

তিনি যখন বোঝাচ্ছিলেন, তখন হাসছিল ছাত্রীরা।

এন এ / ২০ মার্চ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে