Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ , ৯ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.2/5 (9 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৩-২০-২০১৯

আরবের আকাশে 'রহস্যময় ছিদ্র' (ভিডিও)

আরবের আকাশে 'রহস্যময় ছিদ্র' (ভিডিও)

সংযুক্ত আরব আমিরশাহির আল আইন শহরের আকাশে রবিবার হঠাত্‍‌ই রহস্যময় এক গোলকের উপস্থিতি জন্ম দিয়েছে নানা জল্পনা-কল্পনার। আক্ষরিক অর্থে প্রত্যক্ষদর্শীরা বিভ্রান্ত হয়ে পড়েছেন ওই গোলকে দেখে। ব্যাখ্যা নেই বলে বিস্মিতও। এরই মধ্যে বিশালাকার সেই রহস্যজনক গোলকের ভিডিও ভাইরাল হয়ে গেছে।

টুইটারে ওই ভিডিওটি পোস্ট করেন ইব্রাহিম আল জারওয়ান নামের একজন। তিনি ওই গোলককে উল্লেখ করেছেন 'whirlpool hole'। ভিডিও শেয়ার করে তিনি লিখছেন, এই বিরল-সুন্দর ঘটনা দেখা গেছে আল আইন শহরের ভোরের আকাশে। কৌতূহলী কারো কারো কাছে রহস্যময় গোলককে মনে হয়েছে ইউএফও। কেউ আবার উল্লেখ করেছেন বহির্বিশ্বের পোর্টাল হিসেবে। 

যদিও, কিছুক্ষণের মধ্যেই বিরল এই ঘটনার রহস্যভেদ করেছেন আবহাওয়াবিদরা। তারা জানাচ্ছেন, যখন মেঘের তাপমাত্রা হিমায়িতের নীচে নেমে যায়, অথচ মেঘে থাকা পানি বরফ না-হয়ে প্রচণ্ড ঠান্ডা অবস্থায় থাকে, আইস নিউক্লেশনের অভাবে বরফ হতে পারে না, তখনই এমন রহস্যজনক গোলক তৈরি হয়। 
আবহাওয়াবিদরা এই গোলককে বলছেন, fallstreak hole।


আর এস/ ২০ মার্চ

 

বিচিত্রতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে