Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ , ৭ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৩-১৭-২০১৯

‘মুছে গেলো’ ফারমার্স ব্যাংকের নাম

‘মুছে গেলো’ ফারমার্স ব্যাংকের নাম

ঢাকা, ১৭ মার্চ- অবশেষে ‘মুছে গেলো’ ব্যর্থতার ভারে ন্যুয়ে পড়া দেশের বেসরকারি ফারমার্সের নাম। অতীতের গ্লানি ভুলে গ্রাহকদের জন্য ‘নিরাপদ ব্যাংক’ গড়ার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করলো  ‘পদ্মা ব্যাংক’।

শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে লোগো উন্মোচনের মাধ্যমে যাত্রা শুরু হয়েছে পদ্মার। যা এতোদিন ফারমার্স ব্যাংক নামে পরিচিত ছিল।

এসময় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।

আর বিশেষ অতিথি হিসেবে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লা আল মাসুদ, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম আজাদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ফারমার্স ব্যাংক নামে ছয় বছর আগে যাত্রা শুরুর পর ধুঁকতে থাকলে বেসরকারি এই ব্যাংকটিকে পতনের হাত থেকে বাঁচাতে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক ও আইসিবি অংশীদার হয়ে পাশে দাঁড়ায়। এর ধারাবাহিকতায় নাম বদলে নতুন রূপে যাত্রা শুরু হলো তার।
এই ব্যাংকটির মূলধনের ৬৮ শতাংশ এখন জোগান দিচ্ছে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক এবং আইসিবি।

এন এ / ১৭ মার্চ

ব্যবসা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে