Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ , ১১ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৩-১৫-২০১৯

মনট্রিয়লের মামুনুর রশীদ আর নেই

মনট্রিয়লের মামুনুর রশীদ আর নেই

মনট্রিয়ল, ১৪ মার্চ- কানাডা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, লেখক মামুনর রশিদ আর নেই। বৃহষ্পতিবার সকালে স্থানীয় জ্যঁতালন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে গেছেন (ইন্নেলিল্লাহি ওযা ইন্না ইলাহি রাজিউন)। মুত্যুকালে তিনি দুই পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ প্রচার হলে মনট্রিয়লের বাংলাদেশ কমিনিউটিতে শোকের ছায়া নেমে আসে। 

একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত মামুনুর রশীদ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন। এছাড়া কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডে তিনি জড়িত ছিলেন। আগামী শনিবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা মনট্রিয়লের ইসলামিক সেন্টার  (2520 Chemin Laval, Saint-Laurent, QC, H4L 3A1) এ অনুষ্টিত হবে। 

কানাডা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে