Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ , ৩ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৩-১৩-২০১৯

ব্রাজিলে স্কুলে এলোপাতাড়ি গুলিতে পাঁচ শিশুসহ নিহত ৮

ব্রাজিলে স্কুলে এলোপাতাড়ি গুলিতে পাঁচ শিশুসহ নিহত ৮

ব্রাসিলিয়া, ১৩ মার্চ- ব্রাজিলের সাও পাওলোতে একটি স্কুলে এলোপাতাড়ি গুলিতে পাঁচ শিশুসহ আটজন নিহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে বলে গ্লোবো টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মুখোশপড়া দুই তরুণ স্কুলভবনে ঢুকে হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। পুলিশের গুলিতে তারাও নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে পাঁচটি শিশু, দুই কিশোর ও স্কুলের এককর্মী রয়েছেন।

পুলিশ ও দমকলকর্মীদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাউল ব্রাসিল এলিমেন্টারি স্কুলের এই দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাও পাওলো রাজ্যের সামরিক পুলিশ বিভাগ এএফপিকে জানিয়েছে, সুজানোতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে একব্যক্তি এলোপাতাড়ি গুলি করলে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

ব্রাজিল বিশ্বের সবচেয়ে সহিংসতাপূর্ণ একটি দেশ হলেও সেখানে স্কুলে বন্দুক হামলার ঘটনা একেবারে বিরল।

দেশটিতে এর আগে স্কুলে সবচেয়ে বড় হামলাটি হয়েছিল ২০১১ সালে। রিওডি জেনেরিওতে সাবেক এক শিক্ষার্থীর হামলায় তখন ১২টি শিশু মারা গিয়েছিল।

সূত্র: যুগান্তর
এইচ/২১:৪৫/১৩ মার্চ

দক্ষিণ আমেরিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে