Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ , ১ পৌষ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৩-১০-২০১৯

ভোটকেন্দ্রে আনসারকে গুলি চালানো শেখাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ 

ভোটকেন্দ্রে আনসারকে গুলি চালানো শেখাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ 

কুড়িগ্রাম, ১০ মার্চ- কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি ভোটকেন্দ্রে আনসার সদস্যের গুলিতে মোন্নাফ আলী নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। 

তিনি রংপুর কোতোয়ালি থানায় কর্মরত। ভোটের ডিউটিতে ভূরুঙ্গামারী এসেছিলেন।

রোববার (১০ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি জানান ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবি। তিনি বলেন, আহত পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা যায়, দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের বহলগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য মাইদুল ইসলামকে গুলি চালানো শেখানোর সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে যায়। এতে পুলিশ সদস্য মোন্নাফ আলীর পায়ে গুলি লেগে তিনি আহত হন।

এমএ/ ১০:২২/ ১০ মার্চ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে