Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১১ জুলাই, ২০২০ , ২৭ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-১৭-২০১৯

‘‘আমিও দেশের সেবা করি’’, সমালোচকদের নিন্দা সরিয়ে বিস্ফোরক সানিয়া

‘‘আমিও দেশের সেবা করি’’, সমালোচকদের নিন্দা সরিয়ে বিস্ফোরক সানিয়া

মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি- ‘‘কোনও আক্রমণের নিন্দা করার জন্য প্রকাশ্যে অথবা ছাদের উপরে উঠে চিৎকার করে কিংবা সোশ্যাল মিডিয়ায় বলার প্রয়োজন নেই আমার। অবশ্যই সন্ত্রাসবাদ অথবা যারা এটা ছড়ায়— তাদের বিরোধী আমরা।’’...‘‘কেন বার বার আমাদের দেশপ্রেমের প্রমাণ দিতে হবে, আমরা সেলেব্রিটি বলে?’’

এমনই গনগনে ভাষায় সানিয়া মির্জা নিজের রাগ উগরে দিলেন সোশ্যাল মিডিয়াতেই। লক্ষ্য নেটিজেনরা। পুলওয়ামা কাণ্ডের পরে গোটা দেশ যখন জওয়ানদের নিয়ে শোক প্রকাশে ব্যস্ত, তখন সানিয়া মির্জা নিজের পোশাকের ছবি পোস্ট করেছিলেন। নেটিজেনদের ক্ষোভের লক্ষ্যবস্তু হতে বেশি সময় নেননি টেনিস কুইন।

সরাসরি তাঁর গায়ে ‘দেশদ্রোহী’ তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল। ক্রমাগত ট্রোলিং, আক্রমণের শিকার হতে হতে মেজাজ হারান টেনিস তারকা। ৪৮ ঘণ্টা পরে সানিয়া সেই প্রত্যুত্তর ফিরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়াতেই।

শ’দেড়েক শব্দে নিজের ‘ব্যাখ্যা’ লিখে সেই ‘টেক্সট’-এর ছবি আপলোড করেন সানিয়া। ক্যাপশনে লেখেন, ‘‘আমরা ঐক্যবদ্ধ রয়েছি।’’ টেক্সট অংশে  ক্রুদ্ধ সানিয়া লিখেছেন, ‘‘এই পোস্টটা তাঁদের উদ্দেশে, যাঁরা মনে করেন সেলিব্রিটি হিসেবে আমাদের উচিত যে কোনও আক্রমণের নিন্দা করা, আমাদের দেশপ্রেম প্রমাণ করার জন্য।’’ ট্রোলিং যাঁরা করেন, তাঁদের ‘হতাশ ব্যক্তি’ বলে সানিয়া আরও লেখেন, ‘‘তোমাদের মধ্যে কিছু হতাশ ব্যক্তি রয়েছে, যাদের অন্য কোথাও রাগ দেখানোর নেই। এবং ঘৃণা ছড়ানোর কোনও সুযোগই ছাড়ে না তারা।’’

তিনি কতটা ‘দেশপ্রেমী’, সেই জবাব দিতে গিয়ে সানিয়া বলেন, ‘‘আমি দেশের হয়ে খেলি, ঘাম ঝরাই। এভাবেই দেশের সেবা করে যাই। জওয়ান ও তাঁদের পরিবারের জন্য পূর্ণ মাত্রায় সমবেদনা রয়েছে আমার। ওঁরাই প্রকৃত হিরো। যাঁরা আমাদের দেশকে রক্ষা করেন।’’

অন্যান্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে