Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২৬ মে, ২০১৯ , ১২ জ্যৈষ্ঠ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-০৯-২০১৯

থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে চীনের সেতু নির্মাণ!

থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে চীনের সেতু নির্মাণ!

সাধারণত খেলনা, জুতার মতো ছোটখাটো জিনিস তৈরি করার ক্ষেত্রে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে এই প্রযুক্তির সাহায্যে প্রথমবারের মতো একটা বড়সড় কংক্রিট সেতু বানিয়ে চমকে দিল চীন।

৮৬ ফুট দৈর্ঘ্যের এই ফুট সেতুটি সাংহাইয়ের বাওশান জেলায় অবস্থিত। এটাই বিশ্বের দীর্ঘতম থ্রিডি প্রিন্টিং ফুটব্রিজ।

সেতুর নকশা বানিয়েছেন জয়না বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল আর্কিটেকচার বিভাগ আর ব্রিজটা নির্মাণ করেছে সাংহাই উইসডম বে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি।

সেতুটি তৈরি করতে লেগেছে ১৭৬ কংক্রিট ইউনিট। ব্রিজের অংশগুলো প্রথমে বানানো হয়েছিল দুটো বিশালাকার থ্রিডি প্রিন্টিং মেশিন দিয়ে।

চীনের সবচেয়ে পুরনো সেতু আঞ্জি। ১৪০০ বছরের পুরনো সেতু এটি। এই সেতুর আদলেই বানানো হয়েছে থ্রিডি প্রিন্টিং সেতুটি।

শুধুমাত্র সেতুর অংশগুলো বানাতে সময় লেগেছিল টানা ১৯ দিন। এই ভাবে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে সেতু তৈরিতে খরচ অনেকটাই কম বলে জানিয়েছেন জয়না বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদরা।

তবে এটাই বিশ্বের একমাত্র থ্রিডি প্রিন্টিং সেতু নয়। এর আগে আমস্টারডামে থ্রিডি প্রযুক্তির সাহায্যে একটি স্টিলের সেতু নির্মাণ করা হয়েছিল।

যে যন্ত্রটা দিয়ে এই ব্রিজটা বানানো হয়েছিল, সেটার ওজন ৫ হাজার ৮০০ কেজি। মেশিনটা কিনতে খরচ পড়েছিল ২৮ লাখ ডলার। 

এমইউ/১১:১৫/০৯ ফেব্রুয়ারি

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে