Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২৬ মে, ২০১৯ , ১২ জ্যৈষ্ঠ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২২-২০১৯

গুগল প্লে-স্টোরে ১৫টি ভুয়া নেভিগেশন অ্যাপ!  

গুগল প্লে-স্টোরে ১৫টি ভুয়া নেভিগেশন অ্যাপ!

 

প্লে-স্টোর থেকে ভুয়া অ্যাপ সরাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে গুগল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই বিষয়টি নিয়ে আরও সতর্ক অবস্থানে রয়েছে তারা। এরপরও কোনোভাবেই ভুয়া অ্যাপ সরানো যাচ্ছে না।

গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্লে-স্টোরে এখনও ১৫টি ভুয়া নেভিগেশন অ্যাপ পেয়েছে একটি অনুসন্ধানী গ্রুপ। এই ১৫টি অ্যাপের সবগুলোই খুবই জনপ্রিয়। প্লে-স্টোর থেকে এগুলো কোটি কোটিবার ডাউনলোড হয়েছে।

এ সম্পর্কে ম্যালওয়্যার রিসার্চার লুকাস স্টেফানকো জানান, প্লে-স্টোরে ১৫টি ভুয়া জনপ্রিয় নেভিগেশন অ্যাপ পাওয়া গেছে। এগুলো ৫ কোটিরও বেশিবার ডাউলোড হয়েছে।

স্টেফানকো এক টুইটার পোস্টে বলেন, আমি ১৫টি ভুয়া নেভিগেশন অ্যাপ চেক করেছি যেগুলো ডাউনলোড হয়েছে ৫ কোটিরও বেশিবার। এরা মূলত গুগলের নীতি ভেঙে তাদের কার্যক্রম পরিচালনা করছে। অ্যাপগুলোতে শুধু গুগল ম্যাপ রয়েছে। এছাড়া গ্রাহকদের আর কোনও বাড়তি সুবিধা দেয় না তারা। ওই অ্যাপগুলো চালু করলে শুধু বিজ্ঞাপন দেখা যায়। এমনকি বেশ কয়েকটি অ্যাপের নিজস্ব আইকনও নেই।

অবশ্য কোন ১৫টি অ্যাপ ভুয়া সেগুলো এখনও জানানো হয়নি। তবে দ্রুতই এই অ্যাপগুলো সম্পর্কিত সব তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে বেশ কয়েকটি প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম।

এইচ/২২:২৮/২২ জানুয়ারি

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে