Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ , ২৯ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (41 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-১৩-২০১৯

আরব আমিরাতে প্রবাসীদের ব্যতিক্রমী মিলনমেলা

লুৎফুর রহমান


আরব আমিরাতে প্রবাসীদের ব্যতিক্রমী মিলনমেলা

আবুধাবি, ১৩ জানুয়ারি- বিদেশ বিভূইয়ে জীবনে একটু ফুরসত পেলেই প্রবাসীরা জড়ো হন। একে অন্যের সঙ্গে সুখ দুখ ভাগাভাগির সঙ্গে সঙ্গে গল্পে গল্পে চলে যান সাত সাগর তেরো নদীর ওপারে।

পুরুষেরা দেশের রাজনীতি থেকে শুরু করে দেশে ফেলে আসা দিনের কথা যেমন আলাপ করেন তেমনি মহিলারা দেশের স্বজনদের গল্পে সময় পার করেন। পরবাসের এই প্রীতিবান্ধব পরিবেশ যেন মা মাটি দেশ ছেড়ে থাকতে শক্তি যোগায়।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ইবরাহিম আলীর বাসভবন উদ্বোধন উপলক্ষে প্রায় হাজার প্রবাসীদের মিলনমেলা বসে। ব্যাচেলর এবং স্বপরিবারে আসা প্রবাসীরা যেন দেশের কোন উৎসবের মতো মেতে উঠেন আনন্দে।

মো. ইব্রাহিম এর বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়। আল বার আল বাহার বিল্ডিং কন্ট্রাকটিং এর স্বত্বাধিকারী তিনি। ২০১৬ সালে আজমানে নিজস্ব মালিকানায় এ জায়গা ক্রয় করে বাড়ি বানিয়েছেন। সে বাড়িতে ছিলো এই আয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন ও আওয়ামী লীগ নেতা ইসমাঈল গণি চৌধুরী, আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসাইন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার পৃষ্ঠপোষক নজরুল ইসলাম চৌধুরী, প্রধান উপদেষ্টা বদরুল হক চৌধুরী, উপদেষ্টা জাওয়াদুর রহমান সাবেক সিআইপি আশিক মিয়া, ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রব, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক হুমায়ূন কবীর খন্দকার, ছালেহ আহমদ সহ আরো অনেকে।

প্রবাসের এমন অনুষ্ঠানগুলো দেশের খাঁটি আমেজ লক্ষ করা যায়। এখানে থাকে ভ্রাতৃত্ব আর প্রীতি বন্ধনের মায়াবি ছবি। আর এসব উৎসবে যেন আলোচনায় থাকে দেশ আর দেশের মানুষ। দূরদেশে নিজ দেশের মানুষের এসব প্রীতি বেঁচে থাকুক দেশী মানুষে মানুষে এমন প্রত্যাশা প্রবাসীদের।

আর/০৮:১৪/১৩ জানুয়ারি

আরব আমীরাত

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে