Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০১-০৯-২০১৯

টরন্টোতে এবার ড্যানফোর্থের শপার্স ওয়ার্ল্ড-এ নির্মিত হবে অস্থায়ী শহীদ মিনার

টরন্টোতে এবার ড্যানফোর্থের শপার্স ওয়ার্ল্ড-এ নির্মিত হবে অস্থায়ী শহীদ মিনার

টরন্টো, ০৮ জানুয়ারি- এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি টরন্টোর বাঙালি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থ এন্ড ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন শপার্স ওয়ার্ল্ড-এর বিশাল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হবে। মাদার ল্যাংগুয়েজ মনুমেন্টস অব কানাডার উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে নগরীর সকল সামাজিক/সাংস্কৃতিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সংগঠনের মুখপাত্র রেজাউল করিম তালুকদার 'দেশে বিদেশে'কে জানান, ইতিমধ্যে কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেছে এবং শীঘ্রই আয়োজনটিকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে একটি কমিটি গঠণ করা হবে। তিনি জানান, বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে আদলে এ অস্থায়ী শহীদ মিনারের নকশা করেছে আর্ট কোয়েষ্ট কানাডা। আর নির্মাণের দায়িত্ব নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ALBION। দিবসটি উপলক্ষে বিনম্র শ্রদ্ধা এবং ভালবাসার স্মারক হিসেবে একটি আকর্ষণীয় স্যুভেনির প্রকাশিত হবে। 

কানাডা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে