Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ , ১০ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-০৫-২০১৯

মুম্বাই গ্র্যান্ডমাস্টার দাবায় জিতেছেন বাংলাদেশের জিয়া-ফাহাদ

মুম্বাই গ্র্যান্ডমাস্টার দাবায় জিতেছেন বাংলাদেশের জিয়া-ফাহাদ

মুম্বাই, ০৫ জানুয়ারি- মুম্বাইয়ে আইআইএফএল চতুর্থ আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবার ষষ্ঠ রাউন্ডে জিতেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। ষষ্ঠ রাউন্ডে জিয়া হারিয়েছেন ভিয়েতনামের আন্তর্জাতিক মাস্টার তরান মিং থানকে এবং ফাহাদ হারিয়েছেন ভারতের শুভায়ন কুন্ডুকে।

ষষ্ঠ রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৬ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে ৭ জনের সাথে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ পয়েন্ট, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস ও জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান আড়াই পয়েন্ট করে, মীর চেস ক্লাবের নাইম হক ২ পয়েন্ট, তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী দেড় পয়েন্ট, ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর ও আলী আহসান জুয়েল এক পয়েন্ট করে পেয়েছেন।

জুনিয়র বিভাগের সপ্তম রাউন্ড শেষে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া ৭ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়েছেন। সাত খেলায় এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মারযুক চৌধুরী ও ওয়ারসিয়া খুশবু ৩ পয়েন্ট করে, জাইফ খন্দকার ২ পয়েন্ট ও সৈয়দ রিদওয়ান এক পয়েন্ট পেয়েছেন।

সূত্র : জাগোনিউজ

আর/১২:১৪/০৫  জানুয়ারি

অন্যান্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে